এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, থাকবেন মুখপাত্র হিসাবে
- আপডেট সময় : ০৭:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
নানা নাটকীয়তা ও রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন বলে একাধিক দলীয় সূত্র নিশ্চিত করেছে।
তবে একই সময়ে আরেক সাবেক উপদেষ্টা ও ছাত্রনেতা মাহফুজ আলম এনসিপি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে দলটির অভ্যন্তরে চলমান অস্থিরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
এনসিপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, আসিফ মাহমুদের যোগদানের বিষয়টি শিগগিরই কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই যোগদানকে দলটির জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, সম্প্রতি জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে এনসিপির ভেতরে তীব্র মতপার্থক্য তৈরি হয়। এর জেরে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক তাসনূভা জাবীন পদত্যাগ করেন। এছাড়া আরও কয়েকজন নেতা দলীয় কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।
এই প্রেক্ষাপটে আসিফ মাহমুদের এনসিপিতে যোগদান নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামনে জাতীয় রাজনীতিতে এর প্রভাব কী হবে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।



















