জাতীয় নির্বাচনের পর ঢাকার সঙ্গে সক্রিয় যোগাযোগ জোরদার করবে পাকিস্তান, ইসহাক দার
- আপডেট সময় : ০৫:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আসন্ন নির্বাচন সম্পন্ন হওয়ার পর ইসলামাবাদ ঢাকার সঙ্গে সক্রিয় ও গঠনমূলক যোগাযোগ জোরদার করবে। ২০২৫ সালে পাকিস্তানের বৈশ্বিক কূটনৈতিক তৎপরতার একটি সারসংক্ষেপ তুলে ধরতে গিয়ে তিনি বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতিকে একটি গুরুত্বপূর্ণ ‘আইস-ব্রেকিং’ হিসেবে অভিহিত করেন।
শনিবার (২৭ ডিসেম্বর) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসহাক দার তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ঢাকায় ৩৬ ঘণ্টার সংক্ষিপ্ত সফরকালেই তিনি পাকিস্তানের প্রতি ইতিবাচক মনোভাব ও সদিচ্ছার সুস্পষ্ট ইঙ্গিত পেয়েছেন। তাঁর ভাষায়, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দুই দেশের মধ্যে নিয়মিত ও সক্রিয় কূটনৈতিক যোগাযোগ গড়ে তোলার বাস্তব সুযোগ তৈরি হবে।
ইসহাক দার স্মরণ করেন, ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার বাংলাদেশ সফর করলেও সে সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকারের অবস্থানের কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতিকে ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবনের ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তাঁর ঢাকা সফরের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং মন্ত্রিসভার অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়।
ইসহাক দার বলেন, সংকট ও পরিবর্তনের সময়ে পাকিস্তানের কূটনীতি সক্রিয় ও নীতিনিষ্ঠ ভূমিকা পালন করছে। তাঁর মতে, চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করা এবং দায়িত্বশীল সংলাপের মাধ্যমে কার্যকর বার্তা তুলে ধরাই পাকিস্তানের কূটনৈতিক কৌশলের মূল ভিত্তি।



















