বিদায় নয়, আদর্শ বাস্তবায়নের শপথ: হাদির জানাজায় : ড. ইউনূস
- আপডেট সময় : ০৩:৪৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিয়ে আবেগঘন কণ্ঠে এমনই উচ্চারণ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন হাদি সকল বাংলাদেশির হৃদয়ের গভীরে চিরজাগরুক হয়ে থাকবেন।
শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হাদির নামাজে জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আজ আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি, আমরা এসেছি তোমার কাছে ওয়াদা করতে। তুমি যে আদর্শ রেখে গেছ, সেই আদর্শ বাস্তবায়নের শপথ নিতেই আজ আমরা একত্র হয়েছি।
ড. ইউনূস বলেন, জানাজায় উপস্থিত লাখো মানুষের ঢল প্রমাণ করে, হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি চেতনা। “সারা বাংলাদেশ আজ এই মুহূর্তের দিকে তাকিয়ে ছিল। বিদেশে থাকা বাংলাদেশিরাও হাদির কথা জানতে চেয়েছে। প্রিয় হাদি, তুমি আমাদের বুকের ভেতরেই আছো, এবং চিরকাল সেখানেই থাকবে, বলেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, হাদি তার জীবন দিয়ে মানবপ্রেম, বিনয় ও রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তুমি আমাদের শিখিয়ে গেছ—কীভাবে মানুষের কাছে যেতে হয়, কীভাবে কাউকে কষ্ট না দিয়ে নিজের বক্তব্য তুলে ধরতে হয়, কীভাবে রাজনীতিকে মানবিক করে তুলতে হয়, বলেন ড. ইউনূস।
হাদির রেখে যাওয়া মন্ত্রের কথা স্মরণ করে তিনি বলেন, বীর উন্নত মমশির-এই মন্ত্র শুধু একটি বাক্য নয়, এটি একটি জাতির আত্মপরিচয়। এই মন্ত্র বাংলাদেশি সন্তান জন্মলগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত নিজের কাছে উচ্চারণ করবে। আমাদের শির কখনো নত হবে না।”
ড. ইউনূস বলেন, হাদি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন এবং সেই পথে নেমে রাজনীতির শুদ্ধতা ও সৌজন্যের শিক্ষা দিয়ে গেছেন। আমরা এই শিক্ষা গ্রহণ করেছি এবং তা বাস্তবায়নের অঙ্গীকার করছি, বলেন তিনি।
কড়া নিরাপত্তার মধ্যে দুপুর সোয়া ১টার দিকে হাদির মরদেহবাহী অ্যাম্বুলেন্স সংসদ ভবন এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের তত্ত্বাবধানে বেলা আড়াইটায় দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।
হাদির জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলে দলে মানুষের ঢল নামে। দুপুরের আগেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। অনেকের মাথায় ছিল জাতীয় পতাকা, কেউ শরীরে জড়িয়ে নিয়েছেন লাল-সবুজ। স্লোগানে মুখর ছিল চারপাশ—‘আমরা সবাই হাদি হব’, হাদির রক্ত বৃথা যেতে দেব না।
জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে হাদির দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।




















