মহান বিজয় দিবস উপলক্ষে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবস উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) দিনব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ডিএফপির সভাকক্ষে কর্মসূচির উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম। এ সময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
পবিত্র বিজয় দিবসকে সামনে রেখে মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে আয়োজিত এই রক্তদান কর্মসূচিতে ডিএফপি, গণযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবার-পরিজনসহ মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। অংশগ্রহণকারীরা জানান, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই এ উদ্যোগে যুক্ত হয়েছেন।
রক্ত সংগ্রহে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্টের কর্মীরা দিনব্যাপী রক্ত গ্রহণ, সংরক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সেবা প্রদান করেন। আয়োজক কর্তৃপক্ষ জানান, রক্তদান কর্মসূচি জাতীয় দিবসগুলোতে নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে জনগণের মধ্যে সামাজিক মূল্যবোধ, মানবিকতা ও স্বেচ্ছাসেবী চেতনা আরও শক্তিশালী হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজয় দিবস বাঙালির গৌরবময় ইতিহাসের প্রতীক। এ উপলক্ষে রক্তদান কার্যক্রম আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও সেবার মানসিকতা জাগ্রত করবে।




















