কামালকে দিয়েই প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে: প্রেস সচিব শফিকুল আলম
- আপডেট সময় : ০১:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ১৮১ বার পড়া হয়েছে
দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই দণ্ডিতদের প্রত্যর্পণ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
“ঢাকার কসাই” হিসেবে পরিচিত কামাল খুব শিগগিরই আইনের মুখোমুখি হবেন বলেও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে শফিকুল আলম জানান, জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশের অনুরোধ বর্তমানে খতিয়ে দেখছে ভারত। তবে তার আগেই বাংলাদেশের বিচার ব্যবস্থায় ফেরত আনা হবে কামালকে, যিনি মানবাধিকার লঙ্ঘন, গুম ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিকভাবে সমালোচিত।
প্রেস সচিব আরও লেখেন, তিনি বিশ্বাস করেন আওয়ামী লীগ সরকারের সময়কার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ক্রমেই আরও স্পষ্ট হয়ে উঠছে এবং বিশেষ করে গুম–খুনসহ গুরুতর অপরাধে কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমে আরও বেশি নজর কাড়বে।
তার মতে, জুলাইয়ের গণহত্যা এবং গত ১৬ বছরের শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে জাতি হিসেবে ঐক্যবদ্ধ ও মনোযোগী থাকলে অপরাধীদের পক্ষে দায় এড়িয়ে যাওয়া আরও কঠিন হয়ে পড়বে। তিনি মন্তব্য করেন, কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতা যত অর্থই ব্যয় করুক, এই অপরাধ থেকে চিরদিন পালানো সম্ভব নয়।
স্ট্যাটাসের শেষাংশে শফিকুল আলম ইঙ্গিত দেন, প্রত্যর্পণ প্রক্রিয়া কামালকে দিয়েই শুরু হবে এবং পরবর্তীতে একে একে অন্য দণ্ডিতদেরও দেশে ফিরিয়ে আনা হবে। তিনি আশা প্রকাশ করেন, ন্যায়বিচারের স্বার্থে এ প্রক্রিয়া আন্তর্জাতিক মহলেও সমর্থন পাবে।



















