এইডসে ২৬৬ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৯:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ৩১৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশে ১৯৮৯ সালে প্রথম এইডস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। গত ৩৪ বছরে দুরারোগ্য ব্যাধি এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৯৮৪ জন। এ রোগে সাড়ে তিন দশকে মুত্যু হয়েছে, ২ হাজার ৮৬ জনের। এইচআইভি ভাইরাস বহনকারী মানুষের সংখ্যা ১৫ হাজারেরও বেশি।
বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানিয়েছে। এইডস আক্রান্তদের মধ্যে পুরুষ যৌনকর্মী এবং পুরুষ সমকামীদের মধ্যেও এই রোগটি ছড়াচ্ছে। চলতি বছরে আক্রান্তদের মধ্যে ৯ দশমিক ৫ শতাংশ পুরুষ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ১ হাজার ২৭৬ জন নতুন এইডস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। মারা গিয়েছে ২৬৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এক বছরে বাংলাদেশে এইডসে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের জাতীয় যক্ষ্মা, কুষ্ঠ ও এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তরফে থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের ১ হাজার ১১৮ জন বাংলাদেশি এবং বাকি ১৫৮ জন কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক।
বুধবার চলতি বছরের প্রতিবেদনে জাতীয় যক্ষ্মা, কুষ্ঠ ও এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মো. মাহফুজুর রহমান সরকার জানান, ২০২২ সালে সারা দেশে ৯৪৭ জন এইডস রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। এরমধ্যে ২৩২ জন মারা যান।




















