আট শর্তে ভারতে ৪ হাজার টন ইলিশ রপ্তানির অনুমিত
- আপডেট সময় : ০৭:২৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
আসন্ন দুর্গাপুজা সামনে রেখে ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ। এবারে ৭৯টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ৫০ মেট্রিক টন করে ইলিশ রপ্তানির সুযোগ পাবে।
বুধবার বাণিজ্য মন্ত্রকের এক প্রজ্ঞাপনে ইলিশ রপ্তানির অনুমিত দেওয়া হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই অনুমতি কার্যকর থাকবে। অর্থাৎ এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে ভারতে ইলিশ রপ্তানি করতে হবে।
আট শর্তে ইলিশ রপ্তানির অনুমিত দেয় বাণিজ্যমন্ত্রক। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, শুল্ক কর্তৃপক্ষ রপ্তানির অনুমতিপ্রাপ্ত পণ্যের কায়িক পরীক্ষা করবে, প্রতিটি চালান জাহাজীকরণ শেষে রপ্তানির সব কাগজপত্র বাণিজ্য মন্ত্রকে পাঠাতে হবে, অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করা যাবে না, অনুমতিপত্র কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া সাবকন্ট্রাকটিংয়ে মাধ্যমে ইলিশ রপ্তানি করা যাবে না।
দুর্গাপূজা সামনে রেখে এবার পাঁচ হাজার টন ইলিশের চাহিদার কথা জানিয়েছিল ভারতের কলকাতার ব্যবসায়ীরা। ১ সেপ্টেম্বর কলকাতা ফিশ ইমপোর্টারস অ্যাসোসিয়েশন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে এ আবেদন করে। ৪ সেপ্টেম্বর তা বাণিজ্য মন্ত্রকে পৌছে।
বাণিজ্য মন্ত্রক সূত্রে খবর, গত বছর পূজার সময় ২ হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমতির বিপরীতে রপ্তানি হয়েছে ১ হাজার ৩০০ টন। আগের বছরগুলোতেও ইলিশের প্রাপ্যতা কম এবং দাম বেশি হওয়া নির্ধারিত ইলিশ পাঠানো সম্ভব হয়নি। অনুমোদনের তুলনায় রপ্তানির পরিমাণ ছিল ৩০ থেকে ৪০ শতাংশ কম।
এবারে ভরমৌসুমে ইলিশের বাংলাদেশে ইলিশের বাজার চড়া। বুধবার সন্ধ্যায় বাজার ঘুরে দেখা গিয়েছে, ৯০০ গ্রাম ইলিশের কেজি ১২০০ টাকা।




















