Hilsa export to India : দুর্গাপুজায় ভারতে ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ৩২২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
দুর্গাপুজায় ভারতে ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে যাবে ইলিশের চালান। মোট উৎপাদিত ইলিশের ৮৫ ভাগ উৎপাদন হয় বাংলাদেশে। প্রতি বছরই দুর্গাপুজাকে উপলক্ষ্য করে ইলিশ রপ্তানির অনুমোতি দিয়ে থাকে বাণিজ্যমন্ত্রক।
এবারে ইলিশ রপ্তানির সুযোগ চেয়ে একশ’র প্রতিষ্ঠান আবেদন করেবাণিজ্যমন্ত্রকে। এরমধ্যে আবার মৌসুমী ব্যবসায়ীদের দৌড়াত্মও রয়েছে বলে বাণিজ্যমন্ত্রক সূত্রের খবর।
বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর, গত মৌসুমে ৪৯টি প্রতিষ্ঠানকে ২,৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু মাছের বেড়ে যাবার পাশাপাশি মাছের প্রাপ্যতা অভাবে অনেক প্রতিষ্ঠান নির্ধারিত কোটার মাছ রপ্তানি করতে ব্যর্থ হয়েছে।
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি একটা রেওয়াজে দাঁড়িয়েছে। ফি বারের ন্যায় এবছরও দুর্গাপুজায় ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। ইলিশ রপ্তানির অনুমোদন চেয়ে ১০০ প্রতিষ্ঠান আবেদন করেছে।
তার মধ্যে কতটিকে অনুমতি দেওয়া হবে তা ১৫ সেপ্টেম্বর তা চূড়ান্ত হবে। ইলিশ রপ্তানির শর্তে বলা হয়েছিল, রপ্তানি নীতি ২০২১-২০২৪ এর বিধিবিধান অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানি করা পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে। প্রতিটি কনসাইনমেন্ট শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র নির্ধারিত শাখায় দাখিল করতে হবে।




















