বানের জলে দোহাজারী-কক্সবাজার নতুন রেলপথের ক্ষতি
- আপডেট সময় : ১১:৩০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে
বানের জলে তলিয়ে গেছে বৃহত্তর চট্টগ্রাম। তাতে সড়ক ও ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপর্যয়ের মুখে দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ : সংগৃহীত ছবি
বানের জলে তলিয়ে গেছে বৃহত্তর চট্টগ্রাম, সড়ক ও ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিপর্যয়ের মুখে নতুন রেললাইন
ভয়েস ডিজিটাল ডেস্ক
সাড়ে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত দোহাজারী-কক্সবাজার রেলপথ বানের জলে অনেকটা অংশ ডুবে গেছে। যে বাঁধের ওপর রেলপথ তৈরি, তার মাটি ও রেললাইনের পাথর বানের তোড়ে ভেসে গিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার ক্ষতির ফলে দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধন পিছিয়ে যেতে পারে।
চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, চকরিয়া, ঈদগাহ ও রামুতে রেলপথের দুই পাশে থইথই জল। কোথাও বা রেলপথ ডুবে গেছে। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ দশমিক ৮৩ কিলোমিটার রেলপথের কতটুকু ডুবেছে, তা জানা যায়নি।
প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান সংবাদমাধ্যমকে জানান, বানের জলে কত কিলোমিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ব্যাপারে এখনই আমরা কিছু বলতে পারছি না। কারণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় রেলপথ পরিদর্শনে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে রেলপথ ঘুরে দেখে বিস্তারিত বলা যাবে।
এর আগে রেল সচিব ড. হুমায়ুন কবীর জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সময় পাওয়াসাপেক্ষে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রেলপথটি উদ্বোধনের কথা রয়েছে।
দোহাজারী-রামু-কক্সবাজার-ঘুমধুম রেলপথ সরকারের অগ্রাধিকারের ১০ প্রকল্পের একটি। আগামী জাতীয় নির্বাচনের তপশিলের আগে এটি চালুর তোড়জোড় ছিল। এখন উদ্বোধন পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান বলেন, বানের জল নেমে গেলে ক্ষয়ক্ষতি নিরূপণ করে তা মেরামতে হাত লাগানো হবে। অক্টোবরে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।



















