ডেঙ্গু ভাইরাসের ‘টিকা’ তৈরির উদ্যোগ
- আপডেট সময় : ০৭:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত রোগ। এডিস মশার কামড়ে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো যেমন, জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং ত্বকে ফুসকুড়ি। দুই থেকে সাত দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু রোগী ভালো হয়ে যায়।
কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে যাকে ‘ডেঙ্গু রক্তক্ষরী জ্বর’ বলা হয়। এর ফলে রক্তপাত হয়, রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে। কখনো বা ডেঙ্গু শক সিনড্রোম দেখা দেয় এবং রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়।
আশা কথা হচ্ছে, ডেঙ্গু ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন তৈরির উদ্যোগ নেবার কথা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘ডেঙ্গুবিরোধী সামাজিক আন্দোলন চাই’ শীর্ষক সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানিয়েছেন।
ডা. শারফুদ্দিন বলেন, ‘বিএসএমএমইউতে ডেঙ্গু ভ্যাকসিন তৈরির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগকে দ্রুত কাজ শুরু করার নির্দেশনা দেন।
বাংলাদেরেশ সারাবছর ডেঙ্গু নিয়ে কাজ হচ্ছে না বলেই বর্তমান অবস্থার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যসেবা বিষয়ে যেকোনো কাজ, গবেষণা করার জন্য উৎকৃষ্ট স্থান হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। এখানে ডেঙ্গু রিসার্চ ইনস্টিটিউট গড়ে তোলা হবে। ডেঙ্গু প্রতিরোধ কমিটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বিএসএমএমইউর চিকিৎসকরা।
রবিবার থেকে এডিস মশার লার্ভা ধ্বংসে বিটিআই প্রয়োগ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ নিয়ে সিঙ্গাপুরে খুব ভালো কাজ করছে, আশা করা হচ্ছে বাংলাদেশেও ভালো কাজ হবে।




















