আর্থিক স্বচ্ছতার মানদণ্ড পূরণে পিছিয়ে বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
আর্থিক স্বচ্ছতার ন্যূনতম মানদণ্ড পূরণ করতে সক্ষম হয়নি বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রক মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরে বলেছে, ১৪০ দেশের সরকারের মধ্যে ৭২টি আর্থিক স্বচ্ছতার ন্যূনতম শর্ত পূরণ করেছে। বাংলাদেশ, আফগানিস্তান, আলবেনিয়াসহ মোট ৬৯টি দেশ ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি।
তবে চলতি বছরই প্রথম বাংলাদেশ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আর্থিক স্বচ্ছতার দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। সরকার এ সময়ে নির্বাহী বাজেট প্রস্তাব এবং বিস্তৃত বাজেট প্রণয়ন করেছে। এ ছাড়া জনগণের কাছে যাতে সহজে বাজেট পৌঁছে দেয়া যায়, সেই ব্যবস্থাও করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শর্ত পূরণে ২৫টি দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
যেসব দেশ মার্কিন আর্থিক সহায়তা গ্রহণ করে থাকে, সেসব দেশগুলোর আর্থিক স্বচ্ছতার প্রতিবেদন প্রকাশ করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২২ সালের সেপ্টেম্বরে ১৪১টি দেশের আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দেশটি। দেশগুলো ন্যূনতম মানদণ্ড রাখতে পারেনি তাদের বিষয়ে এবং যে দেশগুলো মানদণ্ডে পৌঁছাতে অগ্রগতি করেছে তাদের বিষয়েও বলা হয়েছে।




















