ওড়িশায় ফের ট্রেন দুর্ঘটনা
- আপডেট সময় : ০১:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ১৮৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
ওড়িশায় ফের ট্রেন দুর্ঘটনা। করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা। শুক্রবার ভারতের ওড়িশার বালেসোরের কাছে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পড়ে। তাতে প্রাণ হারায় প্রায় ৩০০ জনের মতো। আহতর ১১ শতাধিক।ভারতীয় সংবাদমাধ্যম এসব তথ্য দেয়।
করমন্ডল দুর্ঘটনার ক্ষত না শুকাতেই মাত্র চার দিনের মাথায় সোমবার ওড়িশায় ফের ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এবার ওড়িশার বারগড় জেলায় লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ি। সবশেষ এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
জানা গেছে, চুনাপাথর নিয়ে যাচ্ছিল মালগাড়িটি। কী কারণে সেটি লাইনচ্যুত হল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
ডুংরি চুনাপাথর খনি এবং বারগড়ে একটি সিমেন্ট কারখানার মধ্যে ন্যারো গেজ লাইন রয়েছে। সেটিতেই লাইনচ্যুত হয়েছে মালগাড়িটি। তবে ওই রেলপথের সঙ্গে ভারতের জাতীয় রেল যুক্ত নয় বলে জানা গেছে।
বালাসোরের বাহাঙ্গাবাজার এলাকায় করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর স্থানীয় সময় রবিবার রাত ১০টা ৪০ মিনিটে লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।
প্রথমে ডাউন লাইন দিয়ে একটি মালগাড়ি চালানো হয়। পরে রাত ১২টা ৫ মিনিটে আপ লাইন দিয়ে চালানো হয় আরও একটি ট্রেন।




















