আমার সন্তান যেন
- আপডেট সময় : ১১:৪৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ৬৯৮ বার পড়া হয়েছে
কন্ঠঃ কথাকলি সোমা রায়
আমার ছেলে ইঞ্জিনিয়ার,লোকের ছেলে সুভাষ হোক
পাড়ায় দারুণ মর্যাদা পাই। শহিদের বাপ অন্য লোক।
আমার মেয়ে প্রীতিকণা। আর জি করে কিছুক্ষণ
কাটিয়ে আবার চেম্বারে যায়। প্রীতিলতা অন্যজন।
ক্ষুদিরামের বক্তৃতাতে বলে এলাম সাফ্ সপাট্
বিপ্লবীদের ফাঁসির দড়ি। আমার ছেলে অ্যাস্ট্রোনাট।
ওদের মেয়ে অস্ত্রাগারে কল্পনা থাক চাটগাঁয়ে
আমার মেয়ে রিসার্চ করে টি আই এফ আর মুম্বাই-এ।
ভালো চাকরি, বউমা ভালো, নাতি-পুতির ভবিষ্যৎ
স্বামীজীর পথ পড়াই আমি আদর্শবাদ আদিম গৎ।
ওদের ছেলে বটুকেশ্বর-মাস্টারদার সোনার দেশ
আমার ছেলের দারুণ পে-প্যাক বিহার ক্যাডার আইপিএস।
ওদের বাবা পেতেও পারে মরণোত্তর তামার পাত
আমাদের তো গড়তে হবে ছাতের উপর আরেক ছাত!
ওদের ছেলে রাইটার্সের বিনয়-বাদল-দীনেশ হোক
আমার ছেলেও রাইটার্সে নিপাট নিখুঁত ভদ্রলোক।
ভগৎ সিং ও রাজগুরুদের শেষ ঠিকানা সেল লাহোর
আমার ছেলে দক্ষিণাপন। সাউথ ফেসিং।সেভেন্থ ফ্লোর
সুদিনযাপন গলায় গেঁথে স্মৃতিচারণ। ভুলছি শোক।
প্রতি আমি-র মধ্যে বাঁচে আমার মত অন্য লোক।
কবিতা : আমার সন্তান যেন
কবি : দেবেশ ঠাকুর
আবৃত্তি : কথাকলি সোমা রায়

























