সংবাদ শিরোনাম ::
Crimes against humanity : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল গ্রেফতার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
মৃত্যুদণ্ডাদেশের পাঁচ বছর গ্রেপ্তার হলেন নাজমুল হুদা। সোমবার বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ও রাজাকার বাহিনীর সদস্য ছিলেন নাজমুল হুদা। সেসময় অপহরণ, খুন, ধর্ষণ ও অন্যান্য মানবতাবিরোধী কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৭ সালের ২২ নভেম্বর নাজমুল হুদাসহ ছয়জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন।
র্যাব-১২ স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম জানান, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হুদা রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন। বগুড়া শহরের মালগ্রাম এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে রয়েছেন খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।