IMF : আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ৫৭৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ঢাকা সফরে থাকা আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ আশা প্রকাশ করেছেন, ৩০ জানুয়ারি আইএমএফ’র নির্বাহী বোর্ডের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই বৈঠকেই বাংলাদেশের চাওয়া ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করা হবে। এক বিবৃতিতে অ্যান্তইনেত মনসিও সায়েহ একথা জানান।
অ্যান্তইনেত বলেন, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণের আকাঙ্ক্ষা রয়েছে এবং এটা বাস্তবায়নে আইএমএফ বাংলাদেশকে তার সহায়তা অব্যহত রাখবে। আইএমএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং তিনি এই সম্পর্ককে আরও জোরদার করতে এসেছেন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতকালে অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ এ আশ্বাস দেন।
বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দিতে গত নভেম্বরে ঢাকায় কর্মকর্তা পর্যায়ের বৈঠকে প্রাথমিক সমঝোতায় পৌঁছায় আইএমএফ। ঋণচুক্তির শর্তসহ খুঁটিনাটি চূড়ান্ত করতে বাংলাদেশ সফর করছেন আইএমএফ এর উপ ব্যবস্থাপনা পরিচালক। তিনি পাঁচ দিনের সফরে শনিবার ঢাকায় পৌছান। প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে সাক্ষাৎ করেছেন। আশা করা যাচ্ছে, ফেব্রুয়ারির শুরুতেই ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে।
অ্যান্তইনেত মনসিও সায়েহ বলেছেন, বাংলাদেশকে দেওয়া বেশ কিছু পরামর্শ বাস্তবায়ন শুরু করায় তিনি সন্তুষ্ট। বাংলাদেশ গত দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের জন্যও অভিনন্দন জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কর্তৃপক্ষের স্বদেশি সংস্কার এজেন্ডাকে সমর্থন করার জন্য বাংলাদেশ এবং আইএমএফ সম্প্রতি বর্ধিত ক্রেডিট সুবিধা, বর্ধিত তহবিল সুবিধা এবং আইএমএফ-এর নতুন স্থিতিস্থাপকতা এবং টেকসই সুবিধার (আরএসএফ) অধীনে একটি স্টাফ লেভেল চুক্তিতে পৌঁছেছে।



















