World Ijtema : তুরাগের তীরে বিশ্বমানবতার মহামিলন
- আপডেট সময় : ০৭:৩৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ২১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
তুরাগ নদের তীরে কয়েক কিলোমিটার জায়গাজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের অবস্থান। কয়েক হাজার বিদেশি মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে একে অপরকে সহায়তা করছেন। এযেন তুরাগ তীর বিশ্ব মানবতার মিলনমেলা। বিশ্ব ভ্রাতৃত্ববোধের শক্তিতে বলিয়ান প্রতিটি মুসল্লি। ভেদাভেদ ভুলে গিয়ে লাখো মানুষের এককাতারে নামাজ আদায় থেকে শুরু করে রান্না-খাওয়া, গোসল সকল ক্ষেত্রে একে অপরের পরিপূরক। মানবতার বার্তা প্রচারে বিশ্ব ইজতেমার মাঠ এক দৃষ্টান্ত। শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকা শুরু হয়।
এদিন জুমার নামাজে অংশ নিতে ঢাকা ও আশপাশ এলাকার বিপুল সংখ্যক মানুষ ইজতেমা অভিমুখে পায়ে হেটে রওনা দেন। অনেকের পথ থেমে যায় উত্তরায়। রাজপথে মানব ঢল। এদিন বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তুরাগ তীরে লাখো মুসল্লির কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি মুখর হয়ে ওঠে। মুসল্লিদের অনেকেই আবেগ আপ্লুত। জানালেন ৩ বছর পর ইজতেমা হচ্ছে। এটা যে কত বড় আনন্দের তা ভাষায় প্রকাশ করা যাবে না। মাঠের জায়গা না পেয়ে সড়কেই নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। নামাজের সময় ইজতেমা মাঠ ঘিরে ঢাকা, টঙ্গী, আশুলিয়া, গাজীপুর, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
ইজতেমার দ্বিতীয় পর্ব ২০ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২২ জানুয়ারি। জায়গার অভাবে মুসল্লিরা ওঠে পড়েন বিভিন্ন বাড়ির ছাদে। সেখানেই জুমার নামাজ আদায় করেন। আবার বহু মানুষ সড়কেই নামাজে অংশ নেন। সকল স্থানে মানুষে মানুষে সৌহার্দ্য। বেলা দেড়টার পরিবর্তে পৌনে দুইটায় নামাজ শুরু হয়। জায়গার অভাবে ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাগজ, জায়নামাজ, চট, পাটি বিছিয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।




















