Pakistani ticker : তুরস্কের বিমানবন্দরে অর্থ ও সোনাসহ পাকিস্তানি টিকটকার গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ ২৭০ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
পাকিস্তানের বিখ্যাত টিকটকার হারিম শাহকে তার স্বামীসহ তুরস্ক বিমানবন্দর থেকে আটক করেছে দেশটির পুলিশ। বিভিন্ন সময় নানা কারণে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের বিখ্যাত টিকটকার হারিম শাহ। সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশে রওনা হওয়ার সময় হারিম এবং তার স্বামী বিলাল শাহকে গ্রেফতার করা হয়েছে। বিমানবন্দরে তাদের কাছ থেকে তুর্কি পুলিশ বিপুল পরিমাণ অর্থ এবং সোনা জব্দ করেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
এ বছরের জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আপলোড করেন হারিম শাহ। ভিডিওতে তাকে দুই হাতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রার নোট প্রদর্শন করতে দেখা যায়।
হারিম শাহ জানান, ওই মুদ্রাগুলো তিনি পাকিস্তান থেকে যুক্তরাজ্যে পাচার করে নিয়ে গেছেন। কিন্তু, পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন (এফআইএ) কর্তৃপক্ষ দেশ থেকে বিপুল অর্থ সরানোর অভিযোগে তার বিরুদ্ধে ‘মানি লন্ডারিং’ মামলায় তদন্ত শুরু করলে হারিম তার বক্তব্য থেকে সরে আসেন। তিনি তখন ভোল পাল্টে বলেন, মুদ্রাগুলো লন্ডনে তার বোনের গাড়ি বিক্রি থেকে পাওয়া গেছে।






















