বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র মারাঠী সংস্করণের মোড়ক উম্মোচন
- আপডেট সময় : ০৮:১৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ ২৭৮ বার পড়া হয়েছে
ভারতীয় ওয়ার ভেটেরানদের সংবধর্না প্রদান
ভারতের মুম্বাইতে বাংলাদেশ উপ-হাইকমিশন-এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র মারাঠী সংস্করণ-‘অপূর্ণ আত্মকথা’র মোড়ক উম্মোচন করা
হয়। আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে মহারাষ্ট্র রাজ্যের গভর্নর শ্রী ভগৎ সিং কুশিয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুম্বাই মারাঠী সাংবাদিক
সমিতির সভাপতি শ্রী নরেন্দ্র ওয়াবেল, হনারারী কন্সাল জেনারেল গ্রুপের সভাপতি শ্রী ভিজয় কালান্ত্রি এবং দিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার মোঃ নুরুল ইসলাম।
বিদেশমন্ত্রক এক সংবাদবার্তায় এতথ্য জানায়। অনুষ্ঠানে বাংলাদেশের বিদেশ মন্ত্রীর ভিডিও বার্তা বড় পর্দায় উপস্থিত অতিথিদের জন্য প্রদর্শণ করা হয়। বক্তব্যে বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল

মোমেন জাতির পিতার আদর্শ আজও আমাদের বিদেশ নীতির মূল প্রতিপাদ্য বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন মারাঠী সংস্করণ-‘অপূর্ণ আত্মকথা’র মোড়ক উম্মোচনের মাধ্যমে বাংলাদেশ
উপ-হাইকমিশন মুম্বাই নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে। যে দুই ডজন ভাষায় ঐতিহাসিক এ বইটি অনুদিত হয়েছে, তার সঙ্গে মারাঠি ভাষা যুক্ত হল।
























