৬টি বিভাগে করোনায় মৃত্যু নেই, আক্রান্ত ২৯৪ ঘরে

- আপডেট সময় : ০৫:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ ২২৩ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
স্বস্তির বার্তা দিল স্বাস্থ্য অধিদপ্তর। করোনা আক্রান্ত হয়ে ৬ বিভাগে কোন মৃত্যুর খবর নেই। পাশাপাশি আক্রান্ত নেমে এলো ২৯৪ ঘরে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯৪ জনের সংক্রমণ ধরা পড়েছে। আর মৃত্যু হয়েছে ৬ জনের। তারা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি।
এর আগে গত বুধবার ঢাকা বিভাগে শূন্য মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গতবছরের এপ্রিলের পর ঢাকা বিভাগে সেটাই ছিল প্রথম মৃত্যুহীন দিন। মঙ্গলবার ঢাকা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও বরিশাল বিভাগে নতুন কেউ শনাক্তও হয়নি।

এ পর্যন্ত ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন আক্রান্ত এবং মৃতের সংখ্যা ২৭ হাজার ৮৪৭ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩২ হাজার ৬৯৫ জন। বাংলাদেশে করোনা সংক্রমণ ধরা পড়েছিল ২০২০
সালের বছরের ৮ মার্চ এবং দশদিনের মাথায় একজনের মৃত্যু হয়। গত ৩১ অগাস্ট আক্রান্ত সংখ্যা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ২৮ জুলাই ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারে দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছিলো।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।