৫ লাখ পর্যটককে বিনামূলে ভিসা দেবে ভারত
- আপডেট সময় : ০৯:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১ ২৩১ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
দেশের অর্থনীতির চাকা সচল করতে বিশ্ব পর্যটকদের চমক দিলেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও বিশ্বের অনেক দেশের ন্যায় করোনায় বিধস্ত ভারত। তবে ধীরে ধীরে পরিস্থিতির অনেকটাই সামলে নিয়েছে। করোনার শনক্রমণ ও মৃত্যু নাগালের মধ্যেই চলে এসেছে।
ভারতের একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, ভারত শিগগিরই আবারো টুরিস্ট ভিসা কার্যক্রমে হাত লাগাবে। এমন খবর দিয়ে দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন, ভারত ৫ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবে।
তবে একজন টুরিস্ট একবারই এই সুবিধা নিতে পারবেন। করোনায় প্রভাব মোকাবিলায় ঘুরে দাঁড়াতে এমন বড়সড় সুখবর দিলেন দেশটির অর্থমন্ত্রী।
সোমবার ভারতের অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর যে প্রথম ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের কোনও ভিসার ফি দিতে হবে না।’
এ সুবিধা জারি থাকবে আগামী ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে, তার মধ্যেই ৫ লাখ ভিসার প্রদান করা হলে, সেই পর্যন্তই কেন্দ্রের এই অফার কার্যকর হবে।


























