২৬-এর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

- আপডেট সময় : ০৪:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশে বাংলাদেশে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ২৬’র নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। এসময় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকে উৎসব মুখর পরিবেশে আনতে চায় নির্বাচন কমিশন এজন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে তারা প্রস্তুত। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
বৃহস্পতিবার ঢাকায় নির্বাচন ভবনে রোডম্যাপ ঘোষণা করে আখতার আহমেদ বলেন, আগামী মাসের ১৫ তারিখ থেকে রাজনৈতিকদলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ চলবে অক্টোবর পর্যন্ত আর নভেম্বরের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ভোটগ্রহণের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করে হবে।
এ সময় আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে রাজনৈতিকদলসহ অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ শুরু হয়ে চলবে অক্টোবর পর্যন্ত। নভেম্বরের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। রাজনৈতিক দল ও প্রার্থীর বিধিমালা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে ১৫ সেপ্টেম্বরের মাধ্যে আর সাংবাদিক ও পর্যবেক্ষক নীতিমালা একই মাসে চূড়ান্ত হবে। ভোটকেন্দ্র নীতিমালায় প্রতি বুথে ৬০০ পুরুষ ৫০০ নারী রাখার বিধান করা হচ্ছে এবং প্রবাসীরা এবার সহজ পদ্ধতিতে ভোট দেয়ার সুযোগ পাবেন। ৩১ অক্টোবরের মধ্যে ম্যানুয়াল ভোটার তালিকা দেয়া হবে।