২৬’র ফেব্রুয়ারির শুরুতেই বাংলাদেশে নির্বাচন
- আপডেট সময় : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে
আমিনুল হক, ঢাকা
বাংলাদেশে বেশ জোরে শোরেই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ২৬-এর ফেব্রুয়ারিতেই নির্বাচন এই ঘোষণার পর দেশটির চিত্র পাল্টে যায়। দেশজুড়ে নির্বাচন, নির্বাচন প্রচারণা শুরু হয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর প্রধান উপদেষ্টার ঘোষণার পর নির্বাচন কমিশন নির্বাচনের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে।
২৬-এর রমজানের আগেই অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা সরকারের তরফে ঘোষণা দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, দিনকে দিনকে আরো উন্নতির দিকে যাচ্ছে। যাতে করে শান্তিপূর্ণ ও নির্ভয়ে মানুষ পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন। মানুষ ভোটকেন্দ্রে যাওয়া ভুলে গেছে।
তাদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়াই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। এজন্য সচেতনতার প্রয়োজন রয়েছে। শনিবার দেশটির রংপুর বিভাগের সর্বস্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করতে মনিবার রংপুর আসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এসময় তিনি বলেন, নির্বাচন কমিশন এরই মধ্যে মাঠ পর্যায়ে কাজে নামেছে। আসছে ডিসেম্বরে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলেও আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।
এমন পরিস্থিতিতে শনিবার দেশটির বিভাগীয় শহর রংপুর সফর করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সেখানে তিনি বিভাগের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর আধিকারীদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন। চব্বিশের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই নির্বাচনের জোরালো দাবি জানিয়ে আসছে বিএনপি।
তবে দেশটির ইসলাম পন্থি দল জামায়াতে ইসলাম ইউনূস সরকারের সংস্কার শেষে নির্বাচনের পক্ষে মত দেয়। এরই মধ্যে গেলো ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের বছরপূর্তীতে জুলাই ঘোষণাপত্র শেষে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করতে নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনকে। ইউনূসের এই এক ঘোষণাতেই দেশটিতে নির্বাচনী হাওয়া বইতে শুরু করে।




















