সমুদ্র সৈকতে আটকে পড়া তিমি হাঙরকে ফিরিয়ে দেওয়া হয় গভীর সমুদ্রে
- আপডেট সময় : ০৩:৪২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
কেরালার ভারকালা সমুদ্র সৈকতে জেলেদের জালে আটকে পড়া একটি তিমি হাঙরকে উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। সৈকতে আটকে থাকা বিশাল এই হাঙরটিকে সমুদ্রে ফিরিয়ে দিতে তারা ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালান।
ঘটনাটি সামনে আসে একটি ভাইরাল ভিডিওতে। ভিডিওতে দেখা যায়, সৈকতে আটকে থাকা তিমি হাঙরটিকে ঘিরে অনেক মানুষ একসঙ্গে কাজ করছেন। স্থানীয় সার্ফার ‘সার্ফারবয় ভারকালা’ জানান, সকালে সার্ফিং শেখাতে যাওয়ার সময় তারা প্রথম হাঙরটিকে দেখতে পান।
তিনি বলেন, হাঙরটি জেলেদের জালে আটকা পড়ে তীরে চলে আসে। স্থানীয় মানুষ ও পর্যটকরা তিন ঘণ্টারও বেশি সময় ধরে ধাক্কা দিয়ে এটিকে গভীর জলে ফেরানোর চেষ্টা করেন। কয়েকবার সমুদ্রে নেওয়ার পরও হাঙরটি আবার তীরে ভেসে আসে।
শেষ পর্যন্ত দুটি উদ্ধারকারী নৌকা আসে। তারা হাঙরটির লেজে দড়ি বেঁধে ধীরে ধীরে গভীর পানিতে নিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকারীদের অনেকের হাত-পায়ে আঁচড় ও কাটা পড়লেও তারা থেমে যাননি। সবাই মিলে চেষ্টা করেই বড় এই তিমি হাঙরটিকে শেষ পর্যন্ত সমুদ্রে ফিরিয়ে দিতে সক্ষম হন।
এই ঘটনাটি মানবতার এক সুন্দর উদাহরণ হিসেবে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সূত্র এনডিটিভি



















