শরিফ ওসমান হাদির স্মরণে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
- আপডেট সময় : ১২:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোক দিবস উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
ওসমান হাদির মৃত্যুর খবর জানার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাও পৃথক শোকবার্তায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অন্যায়, অবিচার ও দমন–পীড়নের বিরুদ্ধে হাদির আপসহীন অবস্থান গণতন্ত্রকামী মানুষের জন্য প্রেরণার উৎস ছিল। ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর ভূমিকা তরুণদের অনুপ্রাণিত করেছে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও শোক প্রকাশ করেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, ‘হাদি ছিলেন দেশের একনিষ্ঠ ও লড়াকু তরুণ কণ্ঠস্বর।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুষ্কৃতকারীদের নৈরাজ্যের শিকার হয়ে হাদি নিহত হয়েছেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তাঁকে সাহসী ও অকুতোভয় দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাংবাদিক নেতারাও গভীর শোক প্রকাশ করেছেন।




















