মেঘনা নদীতে পড়ে যাবার ১০ঘণ্টা পর জীবিত উদ্ধার
- আপডেট সময় : ০৬:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে
অলৌকিকভাবে বেচে গেলেন এক নারী!
অনলাইন ডেস্ক
স্বামী সন্তানকে নিয়ে শরীয়তপুরের গোসাইরহাটের পট্টি লঞ্চ যোগে ঢাকায় ফিরছিলেন জোহরা বেগম (৩৮) নামের এক নারী। বুধবার রাতে সাড়ে ১১টার দিকে তিনি লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে যান।
এঘটনার পর কোস্টগার্ড, নৌপুলিশ নদীতে তল্লাসী অভিযান চালায়। অবশেষে ১০স ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জোহরা বেগমকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মেঘনা নদীতে পড়ে গিয়ে অলৌকিকভাবে বেচে যান এই নারী।
কোস্টগার্ড সূত্রের খবর, রাত সাড়ে ১১টা নাগাদ জোহরা লঞ্চ থেকে মেঘনায় পড়ে যান। স্বজনেরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহযোগিতা চান। কোস্টগার্ড, নৌপুলিশ ও গোসাইরহাট থানার পুলিশ নারীকে উদ্ধারে মেঘনা নদীতে অভিযানে নামে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা নদীর ঠান্ডাবাজার এলাকার একটি চর থেকে তাকে উদ্ধার করে কোস্টগার্ড। জোহরার একটি পা ভেঙে যাওয়ায় স্বজনেরা চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন।




















