মাত্র ৬ দিনে ১ কোটি মানুষকে টিকা
- আপডেট সময় : ০৪:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১ ২৫০ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
করোনা মোকাবিলায় হাসিনার সরকারের উদ্যোগের প্রশঙসা পেয়েছে। জোরকদমে এগিয়ে চলছে টিকা কর্মসূচি। গত ৭ ফেব্রুয়ারি গণটিকার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মাঝে কিছুটা সমস্যা হলেও সরকারের উদ্যোগে তা কাটিয়ে এখন তৃনমূল পর্যায়ে টিকাকরণ ঘোষণা করেন প্রধানমন্ত্রী হাসিনা।
এই উদ্যোগের শুরু হবে ৭ আগস্ট থেকে। এদিন থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচি দিয়ে শুরু হয়ে মাত্র ৬দিনে ১ কোটি মানুষকে টিকা দেওয়ার বিষয়টি নজির গড়বে হাসিনা সরকার। রবিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে এ তথ্য জানানো হয়।
৭ আগস্ট থেকে শুরু হয়ে টিকাদান ক্যাম্পেইন চলবে ১২ আগস্ট পর্যন্ত। এই সময়জুড়ে এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে। তবে সোমবার ঢাকার সব জেলাসহ রাজধানীতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম শুরু হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে আরও জানা যায়, যাদের দ্বিতীয় ডোজের টিকা বাকি আছে টিকাদান ক্যাম্পেইন চলাকালে এসএমএস না এলেও তারা দ্বিতীয় ডোজের টিকা পাবেন। এছাড়াও বয়ষ্কদের টিকা নিতে লাগবে না নিবন্ধন।




















