ভারত প্রবেশে ট্রাক চালকদের লাগবে আরটিপিসিআর টেস্ট
- আপডেট সময় : ১০:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১ ৩৮০ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
ওমিক্রন রুখতে বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি
করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন এখনও পর্যন্ত ৩৪ দেশে ছড়িয়ে পড়ার খবর দিয়েছে বিশ্ব স্বস্থ্য সংস্থা (হু)। ভারত ওমিক্রন প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে। এরই মধ্যে গেল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে ওমিক্রনে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। মূলত এর পর থেকেই সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সীমান্তে চলাচল করা
ট্রাক চালকদের কোয়ারেন্টিন, আরটিপিসিআর টেস্ট ও চলাফেরায় নিয়ন্ত্রণ আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে যেসব ট্রাক চালক সীমান্ত ওপারে পশ্চিমবঙ্গের বিশেষ করে ২৪ পরগনা জেলার পেট্রাপোল, ঘোজাডাঙ্গা, মালদহ এবং মুর্শিদাবাদ সীমান্তে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার ম্যানেজার কমলেশ সাইনি বলেছেন, কেউ ভারতে প্রবেশ করতে চান, তাহলে সেই ব্যক্তিকে ৭২ ঘণ্টা পূর্বে বাধ্যতামূলক আরটিপিসিআর টেস্ট করাতে হবে। এই নিয়ম ট্রাক চালক এবং অন্য সবার ক্ষেত্রেই (যারা বাংলাদেশ থেকে আসছেন) প্রযোজ্য। যারা ভারতে ভ্রমণ করছেন তাদের পরীক্ষার রিপোর্ট চেক-আপের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে।
কমলেশ সাইনি আরও বলেন, বাংলাদেশ থেকে বিজনেস এবং মেডিকেল ভিসা নিয়ে লোকজন ভ্রমণ করলে তাদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। যদি তারা করোনা টেস্টে পজিটিভ হয়, তাদের কোয়ারেন্টিনে পাঠানো হবে। এর বাইরে অন্য ভিসায় ভ্রমণ কারীদের মধ্যে যাদের পজিটিভ আসবে তাদের সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে।



















