ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার ঢাকার একটি অভিজাত হোটেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ বিবেচনার ফল।
ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যে শঙ্কা রয়েছে, তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এর আগে নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে বিসিবি আইসিসির কাছে বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায়। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্টভাবে জানিয়ে দেয়, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে।
একই সঙ্গে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় আইসিসি। তবে সেই চাপ সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, স্বাভাবিকভাবেই আমরা সবাই চেয়েছি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে।
কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তার কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। এই ঝুঁকির আশঙ্কা কোনো অনুমান বা বায়বীয় বিশ্লেষণ থেকে আসেনি, বরং বাস্তব অভিজ্ঞতা ও নির্দিষ্ট ঘটনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ক্রিকেটারদের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, কেন বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না।
এ বিষয়ে ক্রিকেটারদের অজ্ঞতার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আইসিসির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশ ক্রিকেটের প্রতি আইসিসি সুবিচার করেনি। তবে তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি পুনর্বিবেচনা করে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ দেবে।



















