ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি
- আপডেট সময় : ১০:১৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মোদির পাঠানো বার্তার প্রতিক্রিয়ায় দলটি সোমবার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদি। তিনি লেখেন, বাংলাদেশের গণজীবনে বহু বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখা বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর অত্যন্ত দুঃখজনক। তাঁর দ্রুত আরোগ্যের জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। পাশাপাশি ভারত প্রয়োজন হলে যেকোনোভাবে সহায়তা দিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।
মোদির এই মানবিক বার্তার প্রতিক্রিয়ায় বিএনপি জানায়, চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করায় ভারতের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে দল। তাঁরা বলেন, মোদির এই সদিচ্ছা ও সমর্থনের বার্তা আমাদের কাছে গভীরভাবে মূল্যবান।
এদিকে, ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। প্রথমে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হলেও পরে তাঁর শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় এবং জীবনরক্ষাকারী ব্যবস্থা দেওয়া হয়। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি টিম তাঁর সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে।
বিএনপি নেতারা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার এখনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। দলের শীর্ষ নেতারা দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেছেন, উনি অত্যন্ত সংকটাপন্ন। সর্বোচ্চ চেষ্টা চলছে, এখন আল্লাহর রহমতই ভরসা।













