ভারতের পর চাল রপ্তানিতে মিয়ানমারের বিধিনিষেধ আরোপ
- আপডেট সময় : ০৯:৫৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতের পর অপর প্রতিবেশী মিয়ানমার অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে চাল রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। মিয়ানমার রাইস ফেডারেশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২০ জুলাই বাসমতী ছাড়া সব ধরনের চাল রপ্তানি বন্ধ করে দেয় বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত।
মিয়ানমার রাইস ফেডারেশনের কর্মকর্তা রয়টার্সকে বলেন, চলতি মাসের শেষ দিক প্রায় ৪৫ দিনের জন্য চাল রপ্তানি বন্ধ থাকবে। আমরা সাময়িক সময়ের জন্য চাল রপ্তানি সীমিত করব। দেশের বাজারে চালের দাম বাড়তে থাকায় কর্তৃপক্ষ রপ্তানিতে লাগাম টানার কথা জানান।
মিয়ানমার বিশ্বের পঞ্চম শীর্ষ চাল রপ্তানিকারক দেশ। যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর থেকে দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, মিয়ানমার প্রতিবছর গড়ে ২০ লাখ টন চাল রপ্তানি করে থাকে।
বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে চাল রপ্তানি বন্ধ করেছে ভারত সরকার। দেশটির এ সিদ্ধান্তে বিশ্ববাজারে চালের সরবরাহ ১ কোটি টন বা ২০ শতাংশ কমেছে।




















