ভারতীয় গণমাধ্যমের দোষ চাপানো খবর বিশ্বাসের কারণ নেই: তৌহিদ হোসেন
- আপডেট সময় : ০৯:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
ভারতের সংবাদমাধ্যমের এমন দাবিকে যে বাংলাদেশকে লস্কর-ই-তৈয়্যবা ব্যবহার করে ভারতে হামলার ছক কষছে, সম্পূর্ণ ভিত্তিহীন ও বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবেই। কিন্তু কোনো কারণ নেই যা বিশ্বাস করার। কোনো সেনসিবল ব্যক্তি এটি বিশ্বাস করবে না।
পাশাপাশি, তিনি বলেন, পাকিস্তানের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার হাফিজ সাঈদ বাংলাদেশকে নতুন উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ব্যবহার করছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের কোনো যৌক্তিকতা নেই।
টাইমস অব ইন্ডিয়ার খবরের বরাতে দাবি করা হয়েছিল, লস্কর-ই-তৈয়্যবা কমান্ডার সাইফুল্লাহ সাইফের বক্তব্য অনুযায়ী হাফিজ সাঈদ বাংলাদেশ ব্যবহার করে ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছেন।
একই সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, ভারতের গণমাধ্যমের এমন মনগড়া প্রতিবেদন দু’দেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয়।
এরই মধ্যে সোমবার দিল্লির লাল কেল্লার সামনে একটি হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ এখনও সরকারিভাবে জানানো হয়নি; তবে পুলিশ ঘটনাটিকে নাশকতা হিসেবে প্রাথমিকভাবে দেখছে। দুর্ঘটনায় জড়িত সন্দেহে গাড়ির মালিকসহ চারজনকে আটক করা হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি সম্পর্কেও মন্তব্য করেন, “যে কেউ যে কোনো কিছু নিয়ে জাতিসংঘে আবেদন করতে পারে। জাতিসংঘ যদি আমাদের কিছু বলে আমরা তখন সেটা দেখব, এখন আমাদের কিছু বলার নেই।” আওয়ামী লীগের চিঠিতে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়া পর্যন্ত জাতীয় সংলাপ ও সহযোগিতা স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সবসময় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে এবং দেশের নিরাপত্তা ও আন্তর্জাতিক দায়িত্বের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।




















