ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না চানখাঁরপুল মামলার রায় ২৬ জানুয়ারি: মানবতাবিরোধী অপরাধের বিচার অপেক্ষায় দেশ ইরানে হামলা নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর আমিরাতের প্রেসিডেন্টকে ঐতিহ্যবাহী শুভেচ্ছায় স্বাগত জানালেন মোদি শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উদ্যাপন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০০ ঘর, শত শত পরিবার আশ্রয়হীন আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ভাঙনে ক্ষতিগ্রস্ত পদ্মা পারের মানুষের পাশে বিজিবি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে

ভাঙনে ক্ষতিগ্রস্ত পদ্মা পারের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ বিজিবি’র

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কখনও পাহাড়ে, আবার কখনও সমতলে প্রচন্ড শীতে কাবু মানুষের পাশে, বানভাসি মানুষদের পাশে ত্রাণকর্তা হয়ে হাজির বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের মানবিক হাত

কুষ্টিয়ার সীমান্তবর্তী উদয়পুর এলাকায় প্রমত্তা পদ্মার থাবায় ক্ষতিগ্রস্ত হয় ১১৫টি পরিবার। দুর্গত এসব অসহায় মানুষের পাশে ত্রাণকর্তার হয়ে হাজির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাহিনীটির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় মানবিক উদ্যোগের অংশ হিসাবে ক্ষতিগ্রস্ত ১১৫টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে। বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহান হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

এসময় তিনি বলেন, প্রমত্তা পদ্মার ভাঙনে কুষ্টিয়া ব্যাটালিয়নের উদয়পুর বিওপি নদীগর্ভে বিলীন হলেও সীমান্ত সুরক্ষার কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে যাতে কোনো নিরাপত্তা শূন্যতা সৃষ্টি না হয়, সেজন্য অস্থায়ী ক্যাম্প স্থাপন ও নৌযান ব্যবহার করে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি পূর্ববর্তী অবস্থানের কাছাকাছি নতুন বিওপি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রিজিয়ন কমান্ডার বলেন, পদ্মা নদীর ভাঙনে শুধু বিজিবির উদয়পুর বিওপি বিলীন হয়েছে তা নয়, বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার অনেকগুলো ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে অসংখ্য মানুষ গৃহহীন ও অসহায় হয়ে পড়েছে।

এসব মানুষের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করে সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত উদয়পুর এলাকার গৃহহীন ও অসহায় ১১৫টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে।

ভাঙনে ক্ষতিগ্রস্ত পদ্মা পারের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ বিজিবি’র
ভাঙনে ক্ষতিগ্রস্ত পদ্মা পারের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ বিজিবি’র

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু সীমান্ত সুরক্ষায় আমাদের মনোবল ও দায়িত্ব পালনের অঙ্গীকারকে দুর্বল করতে পারবে না।

তাই প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন পরিস্থিতিতেও বিজিবি সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বিজিবি অতি দ্রুত অস্থায়ী ক্যাম্প স্থাপন করে ইঞ্জিনচালিত নৌকা, স্পিডবোট ও রেসকিউ বোট ব্যবহার করে টহল জোরদারের পাশাপাশি, পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত গৃহহীন হয়ে পড়া এসব পরিবারের পাশে দাঁড়িয়ে আবারও জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছে।

ত্রাণ বিতরণকালে কুষ্টিয়া সেক্টর কমান্ডার, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১০ সেপ্টেম্বর বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের উদয়নগর বিওপির পদ্মার প্রবল স্রোতে বিলীন হয়ে যায়। এর আগে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে অধিকাংশ সরঞ্জামাদি পাশ্ববর্তী চরচিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে অবশিষ্ট অস্ত্র, গোলাবারুদ, অফিসিয়াল নথিপত্র, যানবাহন, জনবল ও অন্যান্য সরঞ্জামাদি নিরাপদে স্থানান্তর করা হয়। ফলে বর্তমানে উদয়নগর বিওপির সকল সদস্য ও গুরুত্বপূর্ণ কন্ট্রোল আইটেম সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাঙনে ক্ষতিগ্রস্ত পদ্মা পারের মানুষের পাশে বিজিবি

আপডেট সময় : ০৮:০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

কখনও পাহাড়ে, আবার কখনও সমতলে প্রচন্ড শীতে কাবু মানুষের পাশে, বানভাসি মানুষদের পাশে ত্রাণকর্তা হয়ে হাজির বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের মানবিক হাত

কুষ্টিয়ার সীমান্তবর্তী উদয়পুর এলাকায় প্রমত্তা পদ্মার থাবায় ক্ষতিগ্রস্ত হয় ১১৫টি পরিবার। দুর্গত এসব অসহায় মানুষের পাশে ত্রাণকর্তার হয়ে হাজির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাহিনীটির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় মানবিক উদ্যোগের অংশ হিসাবে ক্ষতিগ্রস্ত ১১৫টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে। বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহান হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

এসময় তিনি বলেন, প্রমত্তা পদ্মার ভাঙনে কুষ্টিয়া ব্যাটালিয়নের উদয়পুর বিওপি নদীগর্ভে বিলীন হলেও সীমান্ত সুরক্ষার কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে যাতে কোনো নিরাপত্তা শূন্যতা সৃষ্টি না হয়, সেজন্য অস্থায়ী ক্যাম্প স্থাপন ও নৌযান ব্যবহার করে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি পূর্ববর্তী অবস্থানের কাছাকাছি নতুন বিওপি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রিজিয়ন কমান্ডার বলেন, পদ্মা নদীর ভাঙনে শুধু বিজিবির উদয়পুর বিওপি বিলীন হয়েছে তা নয়, বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার অনেকগুলো ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে অসংখ্য মানুষ গৃহহীন ও অসহায় হয়ে পড়েছে।

এসব মানুষের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করে সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত উদয়পুর এলাকার গৃহহীন ও অসহায় ১১৫টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে।

ভাঙনে ক্ষতিগ্রস্ত পদ্মা পারের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ বিজিবি’র
ভাঙনে ক্ষতিগ্রস্ত পদ্মা পারের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ বিজিবি’র

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু সীমান্ত সুরক্ষায় আমাদের মনোবল ও দায়িত্ব পালনের অঙ্গীকারকে দুর্বল করতে পারবে না।

তাই প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন পরিস্থিতিতেও বিজিবি সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বিজিবি অতি দ্রুত অস্থায়ী ক্যাম্প স্থাপন করে ইঞ্জিনচালিত নৌকা, স্পিডবোট ও রেসকিউ বোট ব্যবহার করে টহল জোরদারের পাশাপাশি, পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত গৃহহীন হয়ে পড়া এসব পরিবারের পাশে দাঁড়িয়ে আবারও জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছে।

ত্রাণ বিতরণকালে কুষ্টিয়া সেক্টর কমান্ডার, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১০ সেপ্টেম্বর বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের উদয়নগর বিওপির পদ্মার প্রবল স্রোতে বিলীন হয়ে যায়। এর আগে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে অধিকাংশ সরঞ্জামাদি পাশ্ববর্তী চরচিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে অবশিষ্ট অস্ত্র, গোলাবারুদ, অফিসিয়াল নথিপত্র, যানবাহন, জনবল ও অন্যান্য সরঞ্জামাদি নিরাপদে স্থানান্তর করা হয়। ফলে বর্তমানে উদয়নগর বিওপির সকল সদস্য ও গুরুত্বপূর্ণ কন্ট্রোল আইটেম সম্পূর্ণ নিরাপদ রয়েছে।