বিমান বন্দর থেকে সরাসরি মাকে দেখতে হাপাতালে যাবেন তারেক রহমান
- আপডেট সময় : ০৪:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে প্রথমেই তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মায়ের খোঁজ নেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
তিনি আরও বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যাতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ কারণে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত হতে নিষেধ করেছেন। বাংলাদেশেও তার নির্দেশনা পালনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, যদিও শতভাগ নিশ্চিত করা সম্ভব নাও হতে পারে।
সালাহউদ্দিন জানান, তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি মায়ের কাছে যেতে চান এবং একইসঙ্গে তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে আগ্রহী। এ লক্ষ্যেই তিনি এমন একটি দিন স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করেছেন, যা টানা তিন দিনের সরকারি ছুটির মধ্যে পড়েছে।
তিনি বলেন, প্রত্যাবর্তনের পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, তারেক রহমানের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান কিংবা মানিক মিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি। বরং রাজধানীর এক প্রান্তে প্রশস্ত ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনের এক পাশে একটি সংক্ষিপ্ত আয়োজন নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, ওই আয়োজনে দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া করা হবে। সেখানে তারেক রহমান ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না।




















