ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংঘবদ্ধ গোষ্ঠী  নির্বাচন বানচালে দেশজুড়ে গুপ্ত চালাচ্ছে: মির্জা ফখরুল যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা, তারপরও ভারতে ম্যাচ! আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন ফারুকীর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ আগামী নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ উদ্যোগ একাত্তরেই বাংলার মানুষ তাদের দেখে নিয়েছে: তারেক রহমান সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর নির্বাচিত হলে ‘নবিজির ন্যায়ের’ ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের যে কারণে  সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করে

বাংলাদেশের উন্নয়নে ভারত পাশে থাকবে : প্রণয় ভার্মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ৩২৭ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যোগাযোগ ব্যবস্থা সব সময়ই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

বর্তমানে আমরা একাধিক প্রকল্প নিয়ে কাজ করছি, যেন উভয় দেশের মধ্যকার সীমান্ত যোগাযোগ আরও উন্নত হয়

 

অনলাইন ডেস্ক

বাংলাদেশের উন্নয়নে ভারত সরকার সব সময় পাশে ছিল, আগামীতেও থাকবে। ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা সব সময়ই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এসব কথা বলেন।

ভারতের হাইকমিশনার বলেন, বর্তমানে আমরা একাধিক প্রকল্প নিয়ে কাজ করছি, যেন উভয় দেশের মধ্যকার সীমান্ত যোগাযোগ আরও উন্নত হয়। এর মধ্যে দিয়ে আমরা যেন জনগণ ও অর্থনীতিকে একীভূত করতে পারি। তাহলে দুই দেশের উন্নয়নের সম্পর্ক আরও সুদৃঢ় ও মজবুত হবে।

এ সময় রাজশাহী অঞ্চল অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, রাজশাহীর উন্নয়নেও কাজ করবে ভারত সরকার। সবুজ ও সুন্দর এ জনপদের মানুষ অনেক বেশি সংস্কৃতিমনা। রাজশাহীর সংস্কৃতির উন্নয়নেও আমরা কাজ করছি। শিগগিরই আরও ভালো কিছু হবে।

প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অবিস্মরণীয়। আর শুধুমাত্র ভৌগলিক ও ঐতিহাসিকভাবেই নয়, হৃদয়ের সম্পর্কের দ্বারাও আমরা ও আমাদের দেশ সংযুক্ত।

আগামীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে ভারত সরকার সম্ভব সব ধরনের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করলে এ সময় হাইকমিশনার সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এর আগে সকালে ভারতীয় হাইকমিশনার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন। তিনি রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্য দপ্তরে এ সাক্ষাতকালে উপাচার্য হাইকমিশনারকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বর, শহীদ স্মৃতি সংগ্রহশালা ও শহীদ মিনার, শাবাশ বাংলাদেশ, বধ্যভূমি, কেন্দ্রীয় মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, রাবি উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

পরে উপাচার্য ভারতীয় হাইকমিশনারকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছা স্মারক ও পরিচিতি প্রকাশনা উপহার দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের উন্নয়নে ভারত পাশে থাকবে : প্রণয় ভার্মা

আপডেট সময় : ০৪:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

যোগাযোগ ব্যবস্থা সব সময়ই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

বর্তমানে আমরা একাধিক প্রকল্প নিয়ে কাজ করছি, যেন উভয় দেশের মধ্যকার সীমান্ত যোগাযোগ আরও উন্নত হয়

 

অনলাইন ডেস্ক

বাংলাদেশের উন্নয়নে ভারত সরকার সব সময় পাশে ছিল, আগামীতেও থাকবে। ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা সব সময়ই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এসব কথা বলেন।

ভারতের হাইকমিশনার বলেন, বর্তমানে আমরা একাধিক প্রকল্প নিয়ে কাজ করছি, যেন উভয় দেশের মধ্যকার সীমান্ত যোগাযোগ আরও উন্নত হয়। এর মধ্যে দিয়ে আমরা যেন জনগণ ও অর্থনীতিকে একীভূত করতে পারি। তাহলে দুই দেশের উন্নয়নের সম্পর্ক আরও সুদৃঢ় ও মজবুত হবে।

এ সময় রাজশাহী অঞ্চল অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, রাজশাহীর উন্নয়নেও কাজ করবে ভারত সরকার। সবুজ ও সুন্দর এ জনপদের মানুষ অনেক বেশি সংস্কৃতিমনা। রাজশাহীর সংস্কৃতির উন্নয়নেও আমরা কাজ করছি। শিগগিরই আরও ভালো কিছু হবে।

প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অবিস্মরণীয়। আর শুধুমাত্র ভৌগলিক ও ঐতিহাসিকভাবেই নয়, হৃদয়ের সম্পর্কের দ্বারাও আমরা ও আমাদের দেশ সংযুক্ত।

আগামীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে ভারত সরকার সম্ভব সব ধরনের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করলে এ সময় হাইকমিশনার সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এর আগে সকালে ভারতীয় হাইকমিশনার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন। তিনি রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্য দপ্তরে এ সাক্ষাতকালে উপাচার্য হাইকমিশনারকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বর, শহীদ স্মৃতি সংগ্রহশালা ও শহীদ মিনার, শাবাশ বাংলাদেশ, বধ্যভূমি, কেন্দ্রীয় মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, রাবি উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

পরে উপাচার্য ভারতীয় হাইকমিশনারকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছা স্মারক ও পরিচিতি প্রকাশনা উপহার দেন।