ঢাকা ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিটি ভোটকেন্দ্রে সশস্ত্র আনসার মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ২০২৬ সালের গ্রীষ্মে  ফুটবলের ঈশ্বর আবারও আলো ছড়াবেন হিমালয় সীমান্তে চীনের সামরিক অবকাঠামো বাড়ছে, উদ্বেগে ভারত উপকূলের আড়ত ও মাছঘাটে ডিমওয়ালা ইলিশের আমদানি অষ্টমবারের মতো ক্যামেরুনের প্রেসিডেন্ট ৯২ বছরের পল  বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব পাকিস্তানের প্রেসেঞ্জা’র ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন দিগন্তের সূচনা দক্ষিণ চীন সাগরে আধা ঘণ্টার ব্যবধানে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান প্রায় ২৪ ঘণ্টা পর নির্ধারিত পথে মেট্রোর চলাচল শুরু সংবাদপত্র ও সাংবাদিকদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের গুচ্ছ পদক্ষেপ

প্রেসেঞ্জা’র ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন দিগন্তের সূচনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

প্রেসেঞ্জা’র ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন দিগন্তের সূচনা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিনুল হক ভূইয়া, ঢাকা 

আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রেসেঞ্জার ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সি এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে প্রেসেঞ্জা’র ঢাকা ব্যুরো অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বর্তমানে আমরা ২৪ পরবর্তী নতুন এক বাংলাদেশে প্রবেশ করেছি। সংবাদমাধ্যম সবসময়ই চ্যালেঞ্জের মুখে ছিল, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সেই চ্যালেঞ্জ আরও বেড়েছে। আশা করি প্রেসেঞ্জা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে।

মোহাম্মদ আবদুল্লাহ আরও বলেন, বাংলাদেশে অনেক আন্তর্জাতিক গণমাধ্যম কাজ করছে, যাদের নিয়ে নানা বিতর্কও আছে। তবে প্রেসেঞ্জা ব্যতিক্রমধর্মী সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসেঞ্জার ঢাকা ব্যুরোর নির্বাহী সম্পাদক ও ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, আজ আনুষ্ঠানিকভাবে প্রেসেঞ্জার কার্যক্রম ঢাকায় শুরু হলো। এখন থেকে প্রেসেঞ্জার সংবাদ বাংলা ভাষাতেও পড়া যাবে। এটি দেশের সাংবাদিকতার উৎকর্ষে নতুন মাত্রা যোগ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এএফপি, এপি, বিবিসি বা রয়টার্সের মতোই প্রেসেঞ্জা একদিন মানসম্মত একটি প্রতিষ্ঠানে পরিণত হবে।

প্রেসেঞ্জা’র ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন দিগন্তের সূচনা
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল্লাহ ও প্রেসেঞ্জার ঢাকা ব্যুরোর নির্বাহী সম্পাদক ও ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসেঞ্জার প্যানেল এডিটর শেখ মোহাম্মদ আরীফ, শামসুল হক বসুনিয়া, বায়োজিদ যশোরী, হেড অব অ্যাড অ্যাডমিন কাওসার আহমেদ এবং হেড অব সাপোর্ট সার্ভিস মারুফ উল আলম। ওয়েবিনারের মাধ্যমে যুক্ত ছিলেন প্রেসেঞ্জা ইন্টারন্যাশনালের কো–ডাইরেক্টর পিয়া ফিগুয়েরা (চিলি), টেকনিক্যাল এক্সপার্ট জাভিয়ার টোলকাচার (আর্জেন্টিনা) ও ডেভিড এন্ডারসন

২০০৯ সালে ইতালির মিলানে প্রতিষ্ঠিত হয়ে এবং ২০১৪ সালে ইকুয়েডরের কুইটোতে আন্তর্জাতিক প্রেস এজেন্সি হিসেবে নিবন্ধিত হয় প্রেসেঞ্জার। বর্তমানে ২৪টি দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সংস্থা। ইংরেজি, ইতালীয়, স্প্যানিশ, ফরাসি, আরবি, পর্তুগিজ, জার্মান, গ্রীক ও কাতালানসহ ১০টি ভাষায় সংবাদ পরিবেশন করে আসছে প্রেসেঞ্জার। সর্বশেষ যুক্ত হলো বাংলা ভাষা ও বাংলাদেশের ঢাকা ব্যুরো অফিস, যা বিশ্ব গণমাধ্যমে দেশের উপস্থিতিকে আরও শক্তিশালী করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রেসেঞ্জা’র ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন দিগন্তের সূচনা

আপডেট সময় : ০৩:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

আমিনুল হক ভূইয়া, ঢাকা 

আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রেসেঞ্জার ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সি এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে প্রেসেঞ্জা’র ঢাকা ব্যুরো অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বর্তমানে আমরা ২৪ পরবর্তী নতুন এক বাংলাদেশে প্রবেশ করেছি। সংবাদমাধ্যম সবসময়ই চ্যালেঞ্জের মুখে ছিল, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সেই চ্যালেঞ্জ আরও বেড়েছে। আশা করি প্রেসেঞ্জা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে।

মোহাম্মদ আবদুল্লাহ আরও বলেন, বাংলাদেশে অনেক আন্তর্জাতিক গণমাধ্যম কাজ করছে, যাদের নিয়ে নানা বিতর্কও আছে। তবে প্রেসেঞ্জা ব্যতিক্রমধর্মী সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসেঞ্জার ঢাকা ব্যুরোর নির্বাহী সম্পাদক ও ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, আজ আনুষ্ঠানিকভাবে প্রেসেঞ্জার কার্যক্রম ঢাকায় শুরু হলো। এখন থেকে প্রেসেঞ্জার সংবাদ বাংলা ভাষাতেও পড়া যাবে। এটি দেশের সাংবাদিকতার উৎকর্ষে নতুন মাত্রা যোগ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এএফপি, এপি, বিবিসি বা রয়টার্সের মতোই প্রেসেঞ্জা একদিন মানসম্মত একটি প্রতিষ্ঠানে পরিণত হবে।

প্রেসেঞ্জা’র ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন দিগন্তের সূচনা
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল্লাহ ও প্রেসেঞ্জার ঢাকা ব্যুরোর নির্বাহী সম্পাদক ও ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসেঞ্জার প্যানেল এডিটর শেখ মোহাম্মদ আরীফ, শামসুল হক বসুনিয়া, বায়োজিদ যশোরী, হেড অব অ্যাড অ্যাডমিন কাওসার আহমেদ এবং হেড অব সাপোর্ট সার্ভিস মারুফ উল আলম। ওয়েবিনারের মাধ্যমে যুক্ত ছিলেন প্রেসেঞ্জা ইন্টারন্যাশনালের কো–ডাইরেক্টর পিয়া ফিগুয়েরা (চিলি), টেকনিক্যাল এক্সপার্ট জাভিয়ার টোলকাচার (আর্জেন্টিনা) ও ডেভিড এন্ডারসন

২০০৯ সালে ইতালির মিলানে প্রতিষ্ঠিত হয়ে এবং ২০১৪ সালে ইকুয়েডরের কুইটোতে আন্তর্জাতিক প্রেস এজেন্সি হিসেবে নিবন্ধিত হয় প্রেসেঞ্জার। বর্তমানে ২৪টি দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সংস্থা। ইংরেজি, ইতালীয়, স্প্যানিশ, ফরাসি, আরবি, পর্তুগিজ, জার্মান, গ্রীক ও কাতালানসহ ১০টি ভাষায় সংবাদ পরিবেশন করে আসছে প্রেসেঞ্জার। সর্বশেষ যুক্ত হলো বাংলা ভাষা ও বাংলাদেশের ঢাকা ব্যুরো অফিস, যা বিশ্ব গণমাধ্যমে দেশের উপস্থিতিকে আরও শক্তিশালী করবে।