পুশইনের শিকার সোনালী ও তার সন্তান বিএসএফের কাছে হস্তান্তর বিজিবির
- আপডেট সময় : ০৯:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে
অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুন বিএসএফের কাছে হস্তান্তর বিজিবির
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপিতে শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭.৩০টায় বিএসএফের কাছে হস্তান্তর করা হলো অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার ৮ বছরের সন্তান মোঃ সাব্বির শেখকে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ২৫ জুন ২০২৫ তারিখে বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৬ জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পাঠায়। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করে এবং ২২ আগস্ট ২০২৫ তারিখে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করে।
আটক ব্যক্তিদের মধ্যে ৩৫ সপ্তাহের অন্তঃসত্তা নারী সোনালী খাতুন এবং দুই নাবালক শিশু ছিলেন। মানবিক কারণে আদালত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে তাদেরকে স্থানীয় হেফাজতে দেয় এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়।

হস্তান্তরের সময় লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিএসএফের পুশইন কর্মসূচি আন্তর্জাতিক মানবাধিকার ও দ্বিপাক্ষিক সীমান্ত চুক্তি লঙ্ঘন করেছে। সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম মানবিক সংকট সৃষ্টি করছে।
বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইন মেনে পুরো প্রক্রিয়াটি নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে। বিশেষ করে অন্তঃসত্তা নারী ও শিশুর সুরক্ষা এবং চিকিৎসাগত ঝুঁকি বিবেচনা করে বিজিবির কার্যক্রম মানবিক ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিজিবি আশা করছে, ভবিষ্যতে পুশইনসহ এ ধরনের অমানবিক কার্যক্রম বন্ধ হবে এবং সীমান্তে মানবিক ও আইনসম্মত প্রক্রিয়া বজায় থাকবে।
শুক্রবার রাতে এই তথ্য জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।




















