পিতার কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা তারেক রহমানের
- আপডেট সময় : ০৭:০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রার্থনা করেছেন: ছবি সংগ্রহ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রার্থনা করেছেন। দেড় যুগ পর তিনি বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান। শুক্রবার ঢাকার শেরেবাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এলাকায় কঠোর নজরদারি বজায় রাখে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা থাকলেও নেতাকর্মীদের ভিড় ও নিরাপত্তাজনিত কারণে সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব না হওয়ায় তারেক রহমানের তরফে দলের জ্যেষ্ঠ নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

তবে, সাভারের পথে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছ বিনিময় করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৌছেন রাত আটটা নাগাদ। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার স্বদেশে ফেরেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, শনিবার নির্বাচন কমিশনে ভোটার হওয়ার আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি সম্প্রতি আততায়ীর গুলিতে নিহত জুলাইযোদ্ধা ওসমান হাদির কবরে প্রার্থনা জানাবেন।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। শুক্রবার চন্দ্রিমা উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বৃহস্পতিবার তারেক রহমানকে দেওয়া সংবর্ধনাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন সংবর্ধনা এর আগে কেউ পাননি।


















