পানির নিচ থেকে আড়াই মাস পর ভেসে ওঠলো ঝুলন্ত সেতু

- আপডেট সময় : ০৬:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি
প্রায় আড়াই মাস পানির নিচে ডুবে থাকা পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুটি ভেসে ওঠেছে। অতি বর্ষণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির নিচে সেতুটি দীর্ঘ দিন থাকায় জরাজীর্ণ হয়ে গেছে। পানি আরও কমে আসলে সেতুর সংস্কার কাজ হাত লাগানো হবে।
সেতুটি এখনো পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়নি। শুক্রবার থেকে সেতুটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হতে পারে। বৃহস্পতিবার রাঙামাটি পর্যটক কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা সংবাদমাধ্যমকে এই তথ্য জানান।
পর্যটন সূত্রের খবর, বর্তমানে সেতুর পাটাতনের প্রায় ৬ ইঞ্চি নিচে নেমেছে পানি। তাই সাধারণ মানুষের চলাচল বন্ধ রয়েছে।
আলোক বিকাশ চাকমা জানান, চলতি বছরের ১০ জুনের দিকে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যায় ঝুলন্ত সেতুটি। সেসময় পর্যটকদের জন্য সেতুতে চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু এখন পানি কমে গেছে। তাই সেতুর রং করার কাজ চলছে। আশা করছি শুক্রবার পর্যটকদের জন্য খুলে দেয়া সম্ভব হবে।