ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পানশিরে সংঘর্ষে তালেবান ৩৫০ সদস্য নিহত: এনআরএফ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ২৩৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের পানশিরে তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) সঙ্গে তীব্র সংঘর্ষ চলছে। শুক্রবার পানশির প্রদেশটির বেশ কিছু অঞ্চল দখলের দাবি করেছে তালেবান। এ সময় সংঘর্ষে অনেক এনআরএফ সদস্য হতাহত হয়েছেন বলেও দাবি করেছে তারা।

বুধবারই পানশির ঘিরে ফেলার পর থেকেই সেখানে সংঘাত চলছে। পানশিরে তালেবানের জন্য খুব সহজ হচ্ছে না এনআরএফ-কে পরাজিত করা। প্রদেশটির সব প্রবেশমুখ নিয়ন্ত্রণে রেখেছে

এনআরএফ। দুই পক্ষের লড়াইয়ে তালেবানের শতাধিক সদস্যের নিহত হওয়ার দাবিও করেছে এনআরএফ।

১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে নেয়। কিন্তু সীমান্ত প্রদেশ পানশির এখনো তালেবান দখল নিতে পারিনি।

পানশিরে হামলার আগে বিরোধীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হয়েছিল বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। সেই আহ্বানে সাড়া না দেওয়ায় সংঘাতের পথ বেছে নেয় দুই পক্ষই।

বিবিসি প্রতিবেদনে জানিয়েছে, এনআরএফের মুখপাত্র ফাহিম দাশতি জানিয়েছেন, লড়াইয়ে তালেবানের ৩৫০ সদস্য নিহত এবং অনেকে আটক হয়েছে। এনআরএফ সংগঠনের নেতৃত্ব

দিচ্ছেন আফগানিস্তানের প্রয়াত মুজাহিদিন কমান্ডার শাহ আহমদ মাসউদের ছেলে আহমদ মাসউদ।

তালেবান বিরোধীরা তাকিয়ে আছেন, শেষ ভরসা আহমদ মাসউদের দিকেই। এদিকে শেষ পর্যন্ত তার দল লড়ে যাওয়ার এবং তালেবানের কাছে নত না হওয়ার ঘোষণাই দিয়ে আসছেন এই তরুণ নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পানশিরে সংঘর্ষে তালেবান ৩৫০ সদস্য নিহত: এনআরএফ

আপডেট সময় : ০৬:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১

আফগানিস্তানের পানশিরে তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) সঙ্গে তীব্র সংঘর্ষ চলছে। শুক্রবার পানশির প্রদেশটির বেশ কিছু অঞ্চল দখলের দাবি করেছে তালেবান। এ সময় সংঘর্ষে অনেক এনআরএফ সদস্য হতাহত হয়েছেন বলেও দাবি করেছে তারা।

বুধবারই পানশির ঘিরে ফেলার পর থেকেই সেখানে সংঘাত চলছে। পানশিরে তালেবানের জন্য খুব সহজ হচ্ছে না এনআরএফ-কে পরাজিত করা। প্রদেশটির সব প্রবেশমুখ নিয়ন্ত্রণে রেখেছে

এনআরএফ। দুই পক্ষের লড়াইয়ে তালেবানের শতাধিক সদস্যের নিহত হওয়ার দাবিও করেছে এনআরএফ।

১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে নেয়। কিন্তু সীমান্ত প্রদেশ পানশির এখনো তালেবান দখল নিতে পারিনি।

পানশিরে হামলার আগে বিরোধীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হয়েছিল বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। সেই আহ্বানে সাড়া না দেওয়ায় সংঘাতের পথ বেছে নেয় দুই পক্ষই।

বিবিসি প্রতিবেদনে জানিয়েছে, এনআরএফের মুখপাত্র ফাহিম দাশতি জানিয়েছেন, লড়াইয়ে তালেবানের ৩৫০ সদস্য নিহত এবং অনেকে আটক হয়েছে। এনআরএফ সংগঠনের নেতৃত্ব

দিচ্ছেন আফগানিস্তানের প্রয়াত মুজাহিদিন কমান্ডার শাহ আহমদ মাসউদের ছেলে আহমদ মাসউদ।

তালেবান বিরোধীরা তাকিয়ে আছেন, শেষ ভরসা আহমদ মাসউদের দিকেই। এদিকে শেষ পর্যন্ত তার দল লড়ে যাওয়ার এবং তালেবানের কাছে নত না হওয়ার ঘোষণাই দিয়ে আসছেন এই তরুণ নেতা।