পদ্মার উভয় তীরে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে মানুষ
- আপডেট সময় : ০৮:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১ ২৯২ বার পড়া হয়েছে
দীর্ঘ যানজটে বেহাল পরিস্থিতি, নারী-শিশুদের দুর্ভেোগ চরমে, নষ্ট হচ্ছে পণ্য
পদ্মার উভয় তীরে দীর্ঘ যানজট। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। পণ্যবাহী ট্রাককে তিন/চার দিন আটকে থাকারও নজির রয়েছে। এর প্রভাব পড়ছে পণ্যবাজারে। বিভিন্ন অঞ্চল থেকে নানা ধরণের পণ্য নিয়ে ঢাকার মুখে হাজারো পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন। যানজটে আটকা
পড়ে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে চিকিৎসা শেষে ঢাকায় ফিরতি যাত্রীদের পদ্মা তীরে আটকে থাকতে হচ্ছে ৬ থেকে ৭ ঘন্টা পর্যন্ত। এতে করে অসুস্থ রোগীর বেহাল অবস্থায়। বিশেষ নারী-শিশুদের বেলায় অবস্থা আরও কঠিন।
গত ২৭ অক্টোবর পদ্মার মানিকগঞ্জ প্রান্তে ৫ নম্বর ফেরিঘাটে একটি বড় আকারের ফেরি ১৭টি যানবাহন নিয়ে ডুবে যায়। স্বাধীনতার ৫০ বছরের ইতিহাসে এতো বড় ঘটনা বাংলাদেশে এই প্রথম। ফেরিতে থাকা যানবাহন উদ্ধার করা হলেও ১৫দিনে ফেরিটি উদ্ধার সম্ভব হয়নি। আদৌ ফেরিটি উদ্ধার সম্ভব হবে কি তার কোন সঠিক তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ। যানবাহন চালকরা
জানান, ফেরি ডুবে যাওয়া প্রভাবে পদ্মার উভয় তীরে কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সংকট রয়েছে ফেরিরও। জানা গিয়েছে, একাধিক ফেরি মেরামতের জন্য পাঠানো হয়েছে। যানজটকে ঘিরে একটি গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠেছে। অভিযোগ রয়েছে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে টাকার বিনিময়ে অনেক যানবাহন পারাপার করা হচ্ছে।
বহু পন্যবাহী ট্রাক ৩/৪ দিন আটকে থেকে পন্য নষ্ট হচ্ছে। ট্রাক চালকরা জানালে পারপারে বিলম্ব হওয়ায় বহু পন্য নষ্ট হচ্ছে। নিদারুন কষ্ট ভোগ করতে হচ্ছে ঢাকা-কলকাতা রুটের বাস যাত্রীদের। ঢাকা-কলকাতা রুটের যাত্রী পরিবহনে সংশ্লিষ্ট এক বাস চালক জানান, ৬ ঘন্টার অধিক সময়ে প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে রাত প্রায় ন’টার পর ফেরি ওঠা সম্ভব হয়েছে। এরপর রাস্তার যানজট ঠেলে গভীর রাতে তিনি ঢাকায় পৌছুন। পথে একাধিক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। শ্যামলী পরিবহনের ঢাকা-কলকাতা রুটের বাসগুলো বেনাপোল পর্যন্ত চলচল করছে। কলকাতা থেকে পেট্রাপোল হয়ে বেনাপোল থেকে যাত্রীরা ঢাকায় ফিরছেন। যার প্রায়
প্রত্যেকেই চিকিৎসা করাতে ভারতে যান। বাসের এক সুপার ভাইজার জানালেন, তার গাড়িতে থাকা সকল যাত্রী কলকাতা থেকে এসেছেন এবং সবাই রোগী। কিন্তু দীর্ঘ যানজটে আটকে থেকে অনেকে আরও অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে মহিলা যাত্রীদের টয়লেটের ব্যবস্থা অভাবে দুর্ভোগটা চরমে পৌঁছেন।



















