সংবাদ শিরোনাম ::
নিষেধাজ্ঞা এড়াতে কূটনৈতিক মিত্রদের সাহায্য নিচ্ছে পাকিস্তান
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ১০:০০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ ২৫৪ বার পড়া হয়েছে
পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবেশি দেশগুলোর সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা এবং সমর্থনের দেয়ার অভিযোগে উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে ইসলামাবাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি এড়াতে এবার কূটনৈতিক মিত্রদের সাহায্য নিচ্ছে দেশটি।
আমেরিকান নেতাদের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ সি ক্রিস্টিন ফেয়ার বলেন, আফগানিস্তান, ভারত এবং পাকিস্তানিদের জনজীবন ক্ষতিগ্রস্ত করায় ইসলামাবাদের বিরুদ্ধে
কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাকিস্তানিরা নিজেদের এমন অনেক সমস্যার সমাধান হিসেবে চিত্রিত করেছে, যেগুলো (সমস্যা) তারা নিজেরাই তৈরি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক মিত্রদের মাধ্যমে সমালোচকদের আক্রমণ করছে পাকিস্তান।
সূত্র: এএনআই
























