নির্বাচনে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে
- আপডেট সময় : ০৯:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে নির্বাচন ঘিরে তৎপরতা শুরু হয়ে গেছে। আগামী ফেব্রƒযারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘিরে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীসহ ৮ লাখের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। ৪৭ হাজার কেন্দ্রে একটি করে বডি-ওর্ন (শরীরে বহন উপযোগী) ক্যামেরা দেওয়া হবে।
এবারের নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করতে বিভিন্ন ধরণের তৎপরতা শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ভোটকেন্দ্রগুরোতে দায়িত্ব পালনকারী পুলিশের শরীরে ক্যামেরা থাকবে। নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতেই এমন ব্যবস্থা নিতে যাচ্ছে ইউনূস সরকার। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ২৬’র ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণার পর দিন থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর শুরু হয়ে গিয়েছে।
বুধবার অপরাহ্নে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন-বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। দেশটির স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচন ঘিরে ৮ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর মাঠে থাকবে। পুলিশ, আনসার ছাড়াও মাঠে থাকবে বিজিবি ও সেনাবাহিনী। প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশের শরীরে থাকবে ক্যামেরা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতি কেন্দ্রেই একটি করে বডি-ওর্ন ক্যামেরা দেওয়ার চেষ্টা করা হবে। পুলিশের মধ্যে যিনি সিনিয়র পদধারী থাকবেন, তার কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সব বাহিনীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া নির্বাচন কমিশন পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসারদেরও প্রশিক্ষণদেবে।
বাহিনীগুলোর প্রশিক্ষণের পর তাদের মহড়া দেওয়ার ব্যবস্থাও করা হবে। নির্বাচনটা যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও ভালোভাবে হতে পারে, সে অনুশীলন করা হবে। পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ কর্মকর্তাকে সংযুক্তিতে বদলি করার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা রুটিন বিষয়। এটা সবসময় চলমান থাকবে। ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রকের সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রকের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।




















