নির্বাচনী প্রচারণায় গিয়ে নিখোঁজ মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী
- আপডেট সময় : ০৮:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
নির্বাচনী প্রচারণায় গিয়ে দুইদিন ধরে নিখোঁজ মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী। দু’জন নারী সমর্থক নিয়ে নির্বাচনী প্রচারণায় যান মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী প্রীতি খন্দকার হালিমা। কিন্তু মঙ্গলবার নির্বাচনী প্রচারণার মাঠ থেকে তিনি নিখোঁ হন।
এনিয়ে বুধবার স্বামী মাসুদ খন্দকার থানায় সাধারণ ডয়েরী করেছেন। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেওয়া কথা জানান।
পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে লড়াই করছেন প্রীতি। বাংলাদেশের পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বাসিন্দা প্রীতি। বিজয় নগর উপজেলাটি ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী।
প্রীতির বিষয়ে স্বামী মাসুদ খন্দকার সংবাদমাধ্যমকে বলেন, মঙ্গলবার ২৮ মে দুপুরে নির্বাচনী প্রচারণায় গিয়ে নিখোঁজ হন প্রীতি। তারপর থেকে আর খোঁজ মিলছে না। বুধবার ২৯ মে বিজয় নগর থানা সাধারণ ডায়েরী করেন।

প্রীতির স্বামী জানান, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানা পুলিশ অবগত বিষয়টি অবগত করেন। বুধবার সকাল ১০টা নাগাদ থানায় জিডি করেন। তার বক্তব্য প্রতিপক্ষের লোকজন ঈর্ষান্বিত হয়ে স্ত্রীকে গুম করেছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সৈয়দ মাহাবুবুল হক বলেন, নিখোঁজের বিষয়টি প্রার্থীর স্বামী তাকে জানিয়েছেন। থানায় যোগাযোগ করার পরমর্শ দিয়েছেন।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, প্রার্থীর স্বামী রাতে থানায় আসলে তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসেছিলেন। স্থানীয়রা জানিয়েছেন প্রার্থী প্রচারে এসেছিলেন। এ বিষয়ে তদন্ত করা হবে।




















