নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ দল ঘোষণা বাংলাদেশের
- আপডেট সময় : ০৭:৪৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১ ৩১৪ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
“২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ”
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিরিজের মধ্যদিয়ে দলে ফিরেছেন মুশফিকুর
রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। আর দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার বিবৃতিতে দল ঘোষণার কথা জানায়।
বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, শামীম হোসেন, কাজী নুরুল হাসান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান,
ৎতাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ইতোমধ্যে দেশটির দুইজন পর্যবেক্ষক ঢাকায় পৌঁছৈ কোয়ারেন্টাইনে রয়েছেন। ২০
আগস্ট নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম ঢাকায় আসবেন।



















