সংবাদ শিরোনাম ::
নববধূ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ২০৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
ঢাকায় বিয়ের তিনদিন পর নববধূকে পিটিয়ে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছে, নিহত মনিরা পারভীনের স্বামী নাসিরের ভাই মাসুদ, বোন হাসিনা ও তার স্বামী মিলন, মিলনের ভাই দেলোয়ার হোসেন ও নাসিরের চাচা দীন ইসলাম।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্বামী নাসির হোসেনকে খালাস দেওয়া হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বৃহস্পতিবার এ রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিতি ছিলেন।
ভালোবেসে বিয়ে করার দুদিন পর স্বামীর বাড়ি আসলে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পাশের একটি মাঠে ফেলে রাখা হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।




















