ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতীয় হাই কমিশন উদ্যোগে লালনের মানবতাবাদী দর্শনে আলোকিত ‘লালন সন্ধ্যা’ তিন শর্ত না মানলে জুলাই সনদে সই নয়: এনসিপি ভারত-সমর্থিত ৩৪ সন্ত্রাসীকে হত্যা করলো পাকিস্তান চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫: আইনের কঠোর প্রয়োগে ব্যাপক সাফল্য চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফে শিপিং ব্যয় বাড়ছে, চাপ পড়বে ভোক্তার ওপর ত্রিপুরায় খোয়াই জেলায়ে তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা হামাস শর্ত না মানলে গাজায় ফের অভিযান চালাবে ইসরায়েল : ট্রাম্প উচ্চ মাধ্যমিকের ফর প্রকাশ, পাসের হার এক দশকের মধ্যে সর্বনিম্ন স্মরণ : প্রবাল চৌধুরী সুরের ধ্রুবতারা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা

নগ্ন দৃশ্যে ছাড় সেন্সরের!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে

নগ্ন দৃশ্যে ছাড় সেন্সরের!

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বাংলা বিনোদনে উত্তাল দুনিয়া। পুজোয় নতুন জামা, জুতোর পাশাপাশি নতুন বাংলা ছবিরও চাহিদা তুঙ্গে! এই তালিকায় সম্ভবত জুড়তে চলেছে জাতীয় পুরস্কারজয়ী প্রযোজক অঞ্জন বসুর ‘মনপতঙ্গ’। কেবল এই একটি খবরেই শেষ নয়। সম্ভবত এই প্রথম সমস্ত ‘আনকাট’ নগ্ন দৃশ্য নিয়ে কোনও বাংলা ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

ছবিতে কলকাতার ফুটপাথবাসীদের জীবন দেখিয়েছেন পরিচালক জুটি শর্মিষ্ঠা মাইতি-রাজদীপ পাল। রোজের জীবনে নগ্নতা, শয্যা দৃশ্য অতি স্বাভাবিক। তাই ছবির প্রয়োজনে, চিত্রনাট্যের খাতিরে সেই দৃশ্য দেখানো হয়েছে, ছবির বিশেষ প্রদর্শনীর পর উপস্থিত সাংবাদিকদের জানিয়েছিলেন অরোরা ফিল্মসের কর্ণধার। সেই কারণেই তিনি বলেছিলেন, ‘‘প্রয়োজনে যত দূর যেতে হয় যাব। দরকারে ‘এ’ ছাড়পত্র নিয়েই ছবি দেখাব। কিন্তু কোনও দৃশ্য বাদ দেব না।’’

অঞ্জনের গলায় যুদ্ধজয়ের খুশি। যোগাযোগ করতেই তার বক্তব্য, ‘‘ছাড়পত্র পেতে কোনও সমস্যা হয়নি। একটি দৃশ্য নিয়েও বোর্ডের কোনও সমস্যা নেই। সদস্যদের কয়েকটি কথা নিয়ে মৃদু আপত্তি। ওগুলো ছবিতে থাকলেও ক্ষতি নেই, না থাকলেও। ফলে, এ সব নিয়ে ভাবছি না।’’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে। জুন এসে গেল। সিনেবোদ্ধাদের মতে, জাতীয় মঞ্চে যে ছবি পুরস্কার ছিনিয়ে এনেছে সে ছবির মুক্তি বড় করে হওয়া উচিত। সেই অনুযায়ী ছবিমুক্তি কি পুজোয়?

জবাবের আগে হেসে ফেলেছেন তপন সিংহের ছবির প্রযোজক। বলেছেন, ‘‘নির্বাচনের ফলপ্রকাশের পর সেন্সর বোর্ডে যেতে হবে ছাড়পত্র আনতে। তার পর মুক্তির কথা ভাবব।’’ টলিউডে গুঞ্জন, অঞ্জন শেষ হাসিটিও হাসতে চলেছেন। শর্মিষ্ঠা-রাজদীপ পরিচালিত ছবিটি পুজোতেই নাকি মুক্তি পেতে চলেছে।

এই জায়গা থেকেই নতুন চর্চা। ইতিমধ্যেই জয়দীপ মুখোপাধ্যায়ের ‘একেনবাবু’র পুজোমুক্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ, ছবির রেকি এখনও হয়নি। সেই জায়গায় অনায়াসে ‘মনপতঙ্গ’ জায়গা করে নিতে পারে। ছবির অন্যতম আকর্ষণ সীমা বিশ্বাস। এই ছবির মাধ্যমে ‘ব্যান্ডিট কুইন’ ফের বাংলা ছবিতে অভিনয় করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নগ্ন দৃশ্যে ছাড় সেন্সরের!

আপডেট সময় : ১০:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪

 

বাংলা বিনোদনে উত্তাল দুনিয়া। পুজোয় নতুন জামা, জুতোর পাশাপাশি নতুন বাংলা ছবিরও চাহিদা তুঙ্গে! এই তালিকায় সম্ভবত জুড়তে চলেছে জাতীয় পুরস্কারজয়ী প্রযোজক অঞ্জন বসুর ‘মনপতঙ্গ’। কেবল এই একটি খবরেই শেষ নয়। সম্ভবত এই প্রথম সমস্ত ‘আনকাট’ নগ্ন দৃশ্য নিয়ে কোনও বাংলা ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

ছবিতে কলকাতার ফুটপাথবাসীদের জীবন দেখিয়েছেন পরিচালক জুটি শর্মিষ্ঠা মাইতি-রাজদীপ পাল। রোজের জীবনে নগ্নতা, শয্যা দৃশ্য অতি স্বাভাবিক। তাই ছবির প্রয়োজনে, চিত্রনাট্যের খাতিরে সেই দৃশ্য দেখানো হয়েছে, ছবির বিশেষ প্রদর্শনীর পর উপস্থিত সাংবাদিকদের জানিয়েছিলেন অরোরা ফিল্মসের কর্ণধার। সেই কারণেই তিনি বলেছিলেন, ‘‘প্রয়োজনে যত দূর যেতে হয় যাব। দরকারে ‘এ’ ছাড়পত্র নিয়েই ছবি দেখাব। কিন্তু কোনও দৃশ্য বাদ দেব না।’’

অঞ্জনের গলায় যুদ্ধজয়ের খুশি। যোগাযোগ করতেই তার বক্তব্য, ‘‘ছাড়পত্র পেতে কোনও সমস্যা হয়নি। একটি দৃশ্য নিয়েও বোর্ডের কোনও সমস্যা নেই। সদস্যদের কয়েকটি কথা নিয়ে মৃদু আপত্তি। ওগুলো ছবিতে থাকলেও ক্ষতি নেই, না থাকলেও। ফলে, এ সব নিয়ে ভাবছি না।’’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে। জুন এসে গেল। সিনেবোদ্ধাদের মতে, জাতীয় মঞ্চে যে ছবি পুরস্কার ছিনিয়ে এনেছে সে ছবির মুক্তি বড় করে হওয়া উচিত। সেই অনুযায়ী ছবিমুক্তি কি পুজোয়?

জবাবের আগে হেসে ফেলেছেন তপন সিংহের ছবির প্রযোজক। বলেছেন, ‘‘নির্বাচনের ফলপ্রকাশের পর সেন্সর বোর্ডে যেতে হবে ছাড়পত্র আনতে। তার পর মুক্তির কথা ভাবব।’’ টলিউডে গুঞ্জন, অঞ্জন শেষ হাসিটিও হাসতে চলেছেন। শর্মিষ্ঠা-রাজদীপ পরিচালিত ছবিটি পুজোতেই নাকি মুক্তি পেতে চলেছে।

এই জায়গা থেকেই নতুন চর্চা। ইতিমধ্যেই জয়দীপ মুখোপাধ্যায়ের ‘একেনবাবু’র পুজোমুক্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ, ছবির রেকি এখনও হয়নি। সেই জায়গায় অনায়াসে ‘মনপতঙ্গ’ জায়গা করে নিতে পারে। ছবির অন্যতম আকর্ষণ সীমা বিশ্বাস। এই ছবির মাধ্যমে ‘ব্যান্ডিট কুইন’ ফের বাংলা ছবিতে অভিনয় করেছেন।