ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন অভিযাত্রা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এক দিনের মধ্যে চূড়ান্ত ইউএপির দুই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আজ কী সিদ্ধান্ত নেবে আইসিসি? ২২ জানুয়ারী মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫৪তম বার্ষিকী বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংক থাকলেই যথেষ্ট: কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন আর নেই: জামায়াত আমির বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

দ্বিতীয় ম্যাচেও টাইগারদের দুর্দান্ত জয়

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ৩৬৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচও জয় করলো টাইগাররা। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান তুলতে পারে কিউইরা। এই জয়ের ফলে চলমান সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। শুক্রবারও স্বাক্ষী থাকলো মিরপুর।

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান অপরাজিত থেকে অর্ধশতক রানের মাইলফলক

পার করেছেন। এর পরই দ্রুত ফিরে যান লিটন কুমার দাস, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। লিটন ২৯ বলে ৩৩ রান করলেও শূন্য রানে আউট হন মুশফিকুর রহিম। অন্যদিকে ৬

বলে ১২ রান করে ফিরে যান সাকিব। রাচিন রবীন্দ্রকে একপা বাড়িয়ে মারতে গিয়ে লং অনে ধরা পড়েন মোহাম্মদ নাঈম। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ

৩৭ রানে অপরাজিত থাকেন। সফরকারীদের হয়ে রাচিন রবীন্দ্রে শিকার তিন উইকেট।

মিরপুরে আজকের উইকেটের অবস্থা আগের ম্যাচের মতো করুণ ছিল না। আগে ব্যাট করতে নেমে বেশ ভালো সংগ্রহই করেছিল বাংলাদেশ। এই মাঠে ১৪১ মোটেও খারাপ সংগ্রহ নয়।

ওপেনিং জুটিও হয়েছে লম্বা। তবে প্রথমদিকে যেভাবে রান উঠছিল, শেষে তেমনটা ওঠেনি। এই সংগ্রহ নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ রানে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

রান তাড়ায় নামা নিউজিল্যান্ডের বিপক্ষে স্পিন দিয়েই বোলিং আক্রমণ শুরু করে বাংলাদেশ।

কিউই অধিনায়ক টম ল্যাথাম আর উইল ইয়ং জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন। ১০ম ওভারে বোলিংয়ে আসেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু সাফল্য পাননি। ৪৬ বলে ৪৩ রানের

তৃতীয় উইকেট জুটি ভাঙেন সেই সাকিব। ১১তম ওভারের শেষ বলে সাইফউদ্দিনের তালুবন্দি হন ২৮ বলে ৩ চারে ২২ রান করা উইল ইয়ং। চতুর্থ উইকেটে ল্যাথাম-গ্র্যান্ডহোমের জুটি যখন জমে

যাচ্ছিল, তখন আঘাত হানেন নাসুম আহমেদ। শর্ট থার্ডম্যানে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন কলিন ডি গ্র্যান্ডহোম (৮)। ১৬তম ওভারে দলীয় ৯২ রানে কিউইদের পঞ্চম উইকেটের পতন ঘটান মেহেদি। হেনরি নিকোলাসের (১) ক্যাচ নেন সেই মুশফিক।

জয়ের জন্য শেষ ওভারে কিউইদের দরকার হয় ২০ রানের। বোলার মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই মিডউইকেটে ক্যাচ ছাড়েন শামীম। সে বল থেকে আসে ৩ রান। পঞ্চম বলটি বিশাল নো

করেন ফিজ। সেটা ল্যাথামের ব্যাট ছুঁয়ে বাউন্ডারি হয়ে যায়। শেষ বলে প্রয়োজন পড়ে ৬ রানের। কিন্তু জয়ের হিসাব আর মেলাতে পারেনি নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে তারা থেমে যায় ৫

উইকেটে ১৩৭ রানে। ১২ রানে ২ উইকেট নিয়েছেন মেহেদী। সাকিব ২ উইকেট নিয়েছেন ২৯ রানে। নাসুম নিয়েছেন ১টি।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড দল : রচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দ্বিতীয় ম্যাচেও টাইগারদের দুর্দান্ত জয়

আপডেট সময় : ০৮:০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচও জয় করলো টাইগাররা। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান তুলতে পারে কিউইরা। এই জয়ের ফলে চলমান সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। শুক্রবারও স্বাক্ষী থাকলো মিরপুর।

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান অপরাজিত থেকে অর্ধশতক রানের মাইলফলক

পার করেছেন। এর পরই দ্রুত ফিরে যান লিটন কুমার দাস, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। লিটন ২৯ বলে ৩৩ রান করলেও শূন্য রানে আউট হন মুশফিকুর রহিম। অন্যদিকে ৬

বলে ১২ রান করে ফিরে যান সাকিব। রাচিন রবীন্দ্রকে একপা বাড়িয়ে মারতে গিয়ে লং অনে ধরা পড়েন মোহাম্মদ নাঈম। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ

৩৭ রানে অপরাজিত থাকেন। সফরকারীদের হয়ে রাচিন রবীন্দ্রে শিকার তিন উইকেট।

মিরপুরে আজকের উইকেটের অবস্থা আগের ম্যাচের মতো করুণ ছিল না। আগে ব্যাট করতে নেমে বেশ ভালো সংগ্রহই করেছিল বাংলাদেশ। এই মাঠে ১৪১ মোটেও খারাপ সংগ্রহ নয়।

ওপেনিং জুটিও হয়েছে লম্বা। তবে প্রথমদিকে যেভাবে রান উঠছিল, শেষে তেমনটা ওঠেনি। এই সংগ্রহ নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ রানে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

রান তাড়ায় নামা নিউজিল্যান্ডের বিপক্ষে স্পিন দিয়েই বোলিং আক্রমণ শুরু করে বাংলাদেশ।

কিউই অধিনায়ক টম ল্যাথাম আর উইল ইয়ং জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন। ১০ম ওভারে বোলিংয়ে আসেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু সাফল্য পাননি। ৪৬ বলে ৪৩ রানের

তৃতীয় উইকেট জুটি ভাঙেন সেই সাকিব। ১১তম ওভারের শেষ বলে সাইফউদ্দিনের তালুবন্দি হন ২৮ বলে ৩ চারে ২২ রান করা উইল ইয়ং। চতুর্থ উইকেটে ল্যাথাম-গ্র্যান্ডহোমের জুটি যখন জমে

যাচ্ছিল, তখন আঘাত হানেন নাসুম আহমেদ। শর্ট থার্ডম্যানে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন কলিন ডি গ্র্যান্ডহোম (৮)। ১৬তম ওভারে দলীয় ৯২ রানে কিউইদের পঞ্চম উইকেটের পতন ঘটান মেহেদি। হেনরি নিকোলাসের (১) ক্যাচ নেন সেই মুশফিক।

জয়ের জন্য শেষ ওভারে কিউইদের দরকার হয় ২০ রানের। বোলার মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই মিডউইকেটে ক্যাচ ছাড়েন শামীম। সে বল থেকে আসে ৩ রান। পঞ্চম বলটি বিশাল নো

করেন ফিজ। সেটা ল্যাথামের ব্যাট ছুঁয়ে বাউন্ডারি হয়ে যায়। শেষ বলে প্রয়োজন পড়ে ৬ রানের। কিন্তু জয়ের হিসাব আর মেলাতে পারেনি নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে তারা থেমে যায় ৫

উইকেটে ১৩৭ রানে। ১২ রানে ২ উইকেট নিয়েছেন মেহেদী। সাকিব ২ উইকেট নিয়েছেন ২৯ রানে। নাসুম নিয়েছেন ১টি।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড দল : রচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।