ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যবসা মন্দা, আয় সংকোচন ও রাজস্ব ঘাটতি ৪৬ হাজার কোটি  নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন, ছাত্রদলের অবস্থান কর্মসূচি অব্যাহত মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের বাংলাদেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার রমজান সামনে আগেই চড়া বাজার: দামে লাগাম টানতে কড়া নজরদাবি জরুরি বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয় জুলাই আন্দোলনের স্মৃতি এখনও তাজা, শহীদ ও আহতরা শুধু সংখ্যার অংশ নয় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার

দেশ রক্ষার নির্বাচন সামনে, জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা প্রধান উপদেষ্টার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী নির্বাচন ও গণভোটকে দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ও ভিন্নধর্মী নির্বাচন আখ্যা দিয়ে জেলা প্রশাসকদের সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়ন হওয়া ৫০ জনসহ মোট ৬৪ জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন গতানুগতিক নির্বাচন নয়; বরং দেশ রক্ষার নির্বাচন। গণভোট যুক্ত হওয়ায় নির্বাচনটি আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, জাতি অতীতের বহু প্রহসনের নির্বাচন দেখেছে, এবার সেই ইতিহাসকে ছাপিয়ে যাওয়ার দায়িত্ব প্রশাসনের।

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় এই নির্বাচনকে তিনি অভ্যুত্থানকে “পূর্ণতা দেওয়ার নির্বাচন” হিসেবে বর্ণনা করেন। তাঁর মতে, এ ভোটের মাধ্যমে নির্ধারিত হবে জাতির ভবিষ্যৎ গতিপথ, তাই কোনো ব্যর্থতার সুযোগ নেই। জেলা প্রশাসকরা জাতির নবজন্মের ধাত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও মন্তব্য করেন তিনি।

দেশ রক্ষার নির্বাচন সামনে: জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা প্রধান উপদেষ্টার
নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা . প্রধান উপদেষ্টা

নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার তাগিদ দিয়ে তিনি বলেন, বিপুল তরুণ ও নারী ভোটার গত ১৫ বছর ভোট দিতে পারেননি, তাদের আস্থা ফিরিয়ে আনতে কঠোর সততার সঙ্গে দায়িত্ব পালন জরুরি।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগ্রহের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব এখন গভীর মনোযোগে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করছে। তাই এ নির্বাচন সফল করা গণঅভ্যুত্থানের প্রতি সরকারের প্রতিশ্রুতি।

সভায় মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সঞ্চালনায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

মাঠ প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য দেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশ রক্ষার নির্বাচন সামনে, জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা প্রধান উপদেষ্টার

আপডেট সময় : ০২:৪৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

আগামী নির্বাচন ও গণভোটকে দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ও ভিন্নধর্মী নির্বাচন আখ্যা দিয়ে জেলা প্রশাসকদের সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়ন হওয়া ৫০ জনসহ মোট ৬৪ জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন গতানুগতিক নির্বাচন নয়; বরং দেশ রক্ষার নির্বাচন। গণভোট যুক্ত হওয়ায় নির্বাচনটি আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, জাতি অতীতের বহু প্রহসনের নির্বাচন দেখেছে, এবার সেই ইতিহাসকে ছাপিয়ে যাওয়ার দায়িত্ব প্রশাসনের।

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় এই নির্বাচনকে তিনি অভ্যুত্থানকে “পূর্ণতা দেওয়ার নির্বাচন” হিসেবে বর্ণনা করেন। তাঁর মতে, এ ভোটের মাধ্যমে নির্ধারিত হবে জাতির ভবিষ্যৎ গতিপথ, তাই কোনো ব্যর্থতার সুযোগ নেই। জেলা প্রশাসকরা জাতির নবজন্মের ধাত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও মন্তব্য করেন তিনি।

দেশ রক্ষার নির্বাচন সামনে: জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা প্রধান উপদেষ্টার
নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা . প্রধান উপদেষ্টা

নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার তাগিদ দিয়ে তিনি বলেন, বিপুল তরুণ ও নারী ভোটার গত ১৫ বছর ভোট দিতে পারেননি, তাদের আস্থা ফিরিয়ে আনতে কঠোর সততার সঙ্গে দায়িত্ব পালন জরুরি।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগ্রহের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব এখন গভীর মনোযোগে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করছে। তাই এ নির্বাচন সফল করা গণঅভ্যুত্থানের প্রতি সরকারের প্রতিশ্রুতি।

সভায় মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সঞ্চালনায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

মাঠ প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য দেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।