তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটির বেশি মানুষের উপস্থিতির প্রত্যাশা রিজভীর
- আপডেট সময় : ০৭:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকায় অর্ধকোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় তারেক রহমানকে সংবর্ধনার জন্য নির্মাণাধীন মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান জাতীয়তাবাদী শক্তির একটি প্রতীক এবং তার নিরাপত্তা নিশ্চিত করা সর্বপ্রথম সরকারের দায়িত্ব। একই সঙ্গে বিএনপিও নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে, যার কিছু ইতিবাচক দৃষ্টান্ত ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে।
তিনি আরও বলেন, আগামী পরশুদিন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। বিপুলসংখ্যক মানুষের ভালোবাসা ও শুভেচ্ছায় তিনি সিক্ত হবেন এবং আগত জনতার উদ্দেশে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাবেন।
দলীয় সূত্র জানায়, দেশে ফিরে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংক্ষিপ্তভাবে জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং পরবর্তীতে গুলশান এভিনিউয়ের নিজ বাসভবনে অবস্থান করবেন।
পুরো যাত্রাপথে তার নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তা তদারকিতে থাকবে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। দলের নেতারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।




















