ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

- আপডেট সময় : ০৪:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
ঢাকায় চারদিনব্যাপী বিজিবি-বিএসএফ সীমান্ত বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছে উবয় দেশ। মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকে উভয় পক্ষ সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, চোরাচালান, হত্যা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছে। ৫৬তম সীমান্ত বৈঠকে উভয় পক্ষ সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, চোরাচালান, হত্যা রোধে একমত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ-ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ যৌথ বিবৃতি প্রকাশ করে। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের নিরীহ বাংলাদেশি নাগরিকদেরকে নির্বিচারে গুলি করে হত্যা ও আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
জবাবে বিএসএফ মহাপরিচালক সীমান্তে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় রাতের বেলায় টহল জোরদার করে সীমান্ত হত্যার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রতিশ্রুতি র্ব্যক্ত করেন। উভয় পক্ষ যৌথভাবে সচেতনতামূলক কর্মসূচি, ঝুঁকিপূর্ণ এলাকায় সামাজিক-অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ ছাড়াও সীমান্তের অলঙ্ঘনীয়তা সম্পর্কে প্রেষণা প্রদান।

অপরাধীদের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম প্রতিরোধের মাধ্যমে এ ধরনের আক্রমণ, নির্যাতন ও হামলার ঘটনা শূন্যে নামিয়ে আনতে উভয় পক্ষ একমত। বিজিবির মহাপরিচালকের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল এবং বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি সম্মেলনে যোগ দেন।
বিজিবি মহাপরিচালক বিএসএফ কর্তৃক অবৈধভাবে বিভিন্ন ব্যক্তিবর্গ, ভারতীয় নাগরিক ও বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক বাংলাদেশে পুশইনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান। বিএসএফ মহাপরিচালক ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদেরকে পারস্পরিকভাবে সম্মত প্রক্রিয়া অনুযায়ী ফেরত পাঠানোর আশ্বাস দেন।